Newborn: শিশুকে রোদে রাখেন অনেকেই, এমন মর্মান্তিক ঘটনাও ঘটতে পারে?

Child Death: ১৫ তারিখ হঠাৎই শিশুটির শারীরিক কিছু সমস্য়া দেখা দিতে থাকে। পরিবারের অভিযোগ, সে সময় চিকিৎসক পরামর্শ দেন, শিশুটিকে ৩০ মিনিটের মতো সূর্যের আলোতে রাখতে। পরিবারের দাবি, ডাক্তারবাবু যা বলেছেন সেই কথামতই তাঁরা চলেছেন। এরপরই শনিবার সকাল ১১টা ১০ নাগাদ হাসপাতালের ছাদে ওই শিশুকে শুইয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরই মারা যায় সদ্যোজাত।

Newborn: শিশুকে রোদে রাখেন অনেকেই, এমন মর্মান্তিক ঘটনাও ঘটতে পারে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: May 19, 2024 | 4:36 PM

উত্তর প্রদেশ: বয়স মাত্র পাঁচদিন। এই প্রবল গরমে, রোদের তাপে আধ ঘণ্টা ধরে ফেলে রেখেছিল শিশুকে। পরিবারের দাবি, ডাক্তার বলেছিলেন, বাচ্চাকে রোদে রাখতে। সেই তাপ সহ্য করতে না পেরে মৃত্যু হল নবজাতকের। উত্তর প্রদেশের মৈনপুরীতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনার জন্য চিকিৎসককেই দায়ী করছে পরিবার।

মৈনপুরীর চিফ মেডিক্যাল অফিসার সিএমও আরসি গুপ্তা জানান, শহরের রাধারমন রোডের উপর একটি হাসপাতালে ঘটনাটি ঘটে। মৈনপুরীর ভুগাই গ্রামের বাসিন্দা রীতা দেবী চলতি সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন।

১৫ তারিখ হঠাৎই শিশুটির শারীরিক কিছু সমস্য়া দেখা দিতে থাকে। পরিবারের অভিযোগ, সে সময় চিকিৎসক পরামর্শ দেন, শিশুটিকে ৩০ মিনিটের মতো সূর্যের আলোতে রাখতে। পরিবারের দাবি, ডাক্তারবাবু যা বলেছেন সেই কথামতই তাঁরা চলেছেন। এরপরই শনিবার সকাল ১১টা ১০ নাগাদ হাসপাতালের ছাদে ওই শিশুকে শুইয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরই মারা যায় সদ্যোজাত।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিওনেটাল জন্ডিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সূর্যালোকে রাখা হয়। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সেটা খুব সাবধানতার সঙ্গে রাখতে হয়। বিশেষ করে তাপমাত্রা বেশি থাকলে তো বটেই। মনে করা হচ্ছে, হিট স্ট্রোক এবং অতিরিক্ত সূর্যের তাপের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার পরই পরিবারের লোকেরা প্রসূতিকে হাসপাতাল থেকে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।