Building Collapsed: গার্ডেনরিচের আতঙ্কের পুনরাবৃত্তি, মাঝরাতে ভেঙে পড়ল দোতলা বাড়ি, চাপা পড়ে মৃত ২

Rescue Operation: ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বাড়ি মালিকের বিরুদ্ধে।

Building Collapsed: গার্ডেনরিচের আতঙ্কের পুনরাবৃত্তি, মাঝরাতে ভেঙে পড়ল দোতলা বাড়ি, চাপা পড়ে মৃত ২
চলছে উদ্ধারকাজ। Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Mar 21, 2024 | 7:41 AM

নয়া দিল্লি: গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার রেশ কাটেনি এখনও। সেখানে এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। এরইমধ্যে আবার দুর্ঘটনা। ফের ভেঙে পড়ল একটি বহুতল। এবার রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুইজনের। গুরুতর আহত আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বাড়ি চাপা পড়ে এখনও অবধি দুইজনের মৃত্যুর খবর মিলেছে। এদের নাম আরশাদ (৩০) ও তৌহিদ (২০)। পেশায় এরা শ্রমিক। এদের ভেঙে পড়া বাড়ির নীচ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রেহান (২২) নামক আরেক যুবকের অবস্থা সঙ্কটজনক।

জানা গিয়েছে, দোতলা বাড়িটির নীচের তলে জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। উপরের তলটি ফাঁকা ছিল। রাতে কাজ সেরে কারখানাতেই ঘুমোচ্ছিলেন শ্রমিকরা। সেই সময়ে আচমকা বাড়িটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তারা।

দিল্লি পুলিশের উত্তর-পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বাড়ি মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই বাড়ি মালিককে চিহ্নিত করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।