করোনায় মৃত্যু আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের! সত্যিটা জানুন
এইমসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এটা ঠিক যে ছোটা রাজন করোনাক্রান্ত অবস্থায় ভর্তি। তবে সে বেঁচে রয়েছে।
নয়া দিল্লি: মৃত্যু হয়নি। করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকলেও এখনও বেঁচে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন ছোটা রাজন। দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে। শুক্রবার বিকেলে বহু সংবাদ মাধ্যমে ছোটা রাজন মারা গিয়েছে, এই তথ্য সম্প্রচারিত হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই এইমসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এটা ঠিক যে ছোটা রাজন করোনাক্রান্ত অবস্থায় ভর্তি। তবে সে বেঁচে রয়েছে।
তিহাড় জেলে বন্দি থাকা অবস্থাতেই করোনার সংক্রমণ হয় ছোটা রাজনের। এরপর এইমসে ভর্তি করা হয় আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড এই ডনকে। বিগত কয়েকদিন ধরেই যদিও যমে-মানুষে টানাটানি চলছে, কিন্তু এখনও বেঁচে রয়েছে সে। এই তথ্য নিশ্চিত করেছেন এইমসের ট্রমা বিভাগের প্রধান রাজেশ মালহোত্র।
খুন ও অপহরণ মিলিয়ে ছোটা রাজনের বিরুদ্ধে কমপক্ষে ৭০ টি মামলা ঝুলছে বর্তমানে। মুম্বইয়ের বরিষ্ঠ সাংবাদিক জ্যোর্তিময় দে-কে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাবাস হয়েছিল তার। ১৯৯৩ সালে মুম্বইয়ে সিরিয়াল বিস্ফোরণেও নাম ছিল ছোটা রাজনের।
আরও পড়ুন: অসংবেদনশীল নেতৃত্বের হাতে পঙ্গু ভারত, প্রত্যাশা পূরণে ব্যর্থ সরকার: সনিয়া
আন্ডারওয়ার্ল্ডের এই কুখ্যাত ডনকে ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। গত ২৬ এপ্রিল থেকে চিকিৎসার জন্য এইমসে ভর্তি রয়েছে সে।
আরও পড়ুন: ‘অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ মানেই রোগী সঙ্কটজনক নয়’, কেন এমনটা বলছেন এইমস ডিরেক্টর?