Plane Collison Averted: মাঝ আকাশে সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেল Air India ও নেপাল এয়ারলাইন্সের বিমান
Plane Collison Averted: মাঝ আকাশে সংঘর্ষ কাটিয়ে গেল এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের একটি বিমান। তিনজন কর্মীকে সাসপেন্ড করল নেপাল সিভিল অ্যাভিয়েশন অথরিটি।
নয়া দিল্লি: মাঝ আকাশে কোনওমতে এড়ানো গেল বড়সড় বিপত্তি। নেপালের আকাশে একটু হলেই সংঘর্ষের মুখোমুখি হচ্ছিল এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইসেন্সের দুই বিমান। তবে কোনওভাবে সেই সংঘর্ষের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নাহলে শুক্রবার সকালে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এয়ার ট্রাফিক কন্ট্রোলের গাফিলতির কারণেই এই দুর্ঘটনার ঘটে যেত বলে জানিয়েছেন সিভিল অ্য়াভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জগন্নাথ নিরোউলা। এই ঘটনায় সেদিনই নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি তিনজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে নেপাল এয়ারলাইন্সের এয়ারবাস A-320 বিমান মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে উড়ে গিয়েছিল। অন্যদিকে নয়া দিল্লি থেকে কাঠমান্ডুর উদ্দেশেই যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দুটি বিমানই নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট উচ্চতায় ও নেপালের বিমানটি ১৫ হাজার ফুট উচ্চতায় যাচ্ছিল। তারপরই রাডারে ধরা পড়ে দুটি বিমানই খুব কাছাকাছি চলে আসে। তারপরই নেপালের এয়ারলাইন্স ৭ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।
এই ঘটনায় নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি তিনজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে সাসপেন্ড করেছে। এই ঘটনার সময় নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে ওই তিনজন ছিলেন। সিভিল অ্যাভিয়েশন অথরিটি এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে। তবে এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, কয়েক মাস আগেই নেপালে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রায় ৭১ জনের মৃত্যু হয় সেই বিমান দুর্ঘটনায়। এবার অল্পের জন্য কোনও বড় বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল নেপাল ও ভারতের দুই বিমান।