Uttar Pradesh News: বিয়ের ১৫ বছরেও হয়নি সন্তান, যুবতীকে বিষ খাইয়ে খুন পরিবারের

Uttar Pradesh News: ১৫ বছর আগে বিয়ে হয়েছিল যুবতীর। বিয়ের এত বছর পরেও কোনও সন্তান না হওয়ায় পরিবারে অশান্তির সৃষ্টি হয়। শেষে তাঁকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে।

Uttar Pradesh News: বিয়ের ১৫ বছরেও হয়নি সন্তান, যুবতীকে বিষ খাইয়ে খুন পরিবারের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 9:06 AM

কৌশাম্বি: বিয়ের ১৫ বছর হয়ে গিয়েছে। তারপরও মহিলার গর্ভে কোনও সন্তান আসেনি। এর জন্য শ্বশুর বাড়িতে কথা শুনতে হত তাঁকে। শেষে সন্তান না হওয়ার জন্য বিষ খাইয়ে মেরে ফেলা হল ৩৩ বছরের যুবতী। খুনের অভিযোগ উঠেছে মহিলার শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক গ্রামে রবিবার রাতে এই ঘটনা ঘটেছে।

১৫ বছর আগে ফিরোজ আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল সালি বেগমের। তবে বিয়ের কয়েক বছর পরও তাঁর গর্ভে কোনও সন্তান আসেনি। এই নিয়ে শ্বশুর বাড়িতে রোজকার অশান্তি ও ঝামেলা লেগেই থাকত। গত রবিবার রাতে নতুন করে এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হওয়ার পর নিজের ভাই, গস মহম্মদকে ফোন করেন সালি। তিনি ভাইকে জানান, তাঁকে বিষ খাওয়ানো হয়েছে। ভাইকে ফোন করে সাহায্য চান তিনি।

বোনের ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে হাজির হন গস। সেখানে গিয়ে বোনকে কাতরাতে দেখেন তিনি। তারপর বোনকে সিরাথুর একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান তিনি। তাঁকে সেখানে নিয়ে যেতেই ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশে অভিযোগ জানান গস। কৌশাম্বির অ্য়াডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ সমর বাহাদুর সিং বলেন, মহিলার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে সোমবার কাদা ধাম পুলিশ স্টেশনে বেগমের স্বামী ও পরিবারের অন্য চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহিলার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।