Chandrababu Naidu: ‘রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য় ফাঁসানো হয়েছে’, আদালতে দাবি করলেন চন্দ্রবাবু নাইডু

CID: চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্ধ্র প্রদেশ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে ৩৭১ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। এই দুর্নীতির মূল চক্রী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ। শনিবার কাকভোরে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এ দিন চন্দ্রবাবু নাইডুকে ভোর সাড়ে চারটে নাগাদ বিশেষ আদালতে পেশ করা হয়।

Chandrababu Naidu: 'রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য় ফাঁসানো হয়েছে', আদালতে দাবি করলেন চন্দ্রবাবু নাইডু
চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতারির মুহূর্ত।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 11:52 AM

হায়দরাবাদ: গ্রেফতারির একদিন পর আদালতে পেশ করা হল তেলুগু দেশম পার্টির সভাপতি তথা অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রবিবার ভোরে বিজয়ওয়াড়ার অ্যান্টি-কোরাপশন ব্যুরো কোর্টে পেশ করা হয় চন্দ্রবাবু নাইডুকে। আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রী  দাবি করেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দুর্নীতি দমন আইন মেনে গ্রেফতার করা হয়নি তাঁকে। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেও দাবি করেন চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে যে রিমান্ড রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাও খারিজ করে দেওয়ার আর্জি জানান তিনি।

চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্ধ্র প্রদেশ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে ৩৭১ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। এই দুর্নীতির মূল চক্রী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ। শনিবার কাকভোরে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এ দিন চন্দ্রবাবু নাইডুকে ভোর সাড়ে চারটে নাগাদ বিশেষ আদালতে পেশ করা হলে, তাঁর আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, “দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭-এ ধারা মেনে পদক্ষেপ করা হয়নি। পিটিশনার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন যখন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তাঁকে অন্ধ্র প্রদেশের রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার আগে রাজ্যপালের অনুমতি নেওয়া প্রয়োজন, যা মানা হয়নি। তাই চন্দ্রবাবুর রিমান্ডের আর্জি খারিজ করে দেওয়া উচিত।”

৩৬০ কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ উঠেছে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অন্দরে, তা ২০২৫-১৬ সালের বাজেটেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিধানসভাতেও ভোট দেওয়া হয়েছিল। তাই এই নিয়ে প্রশ্ন তোলা যায় না। পুলিশি অভিযোগেও চন্দ্রবাবু নাইডুর ভূমিকা নিয়ে কোনও উল্লেখ নেই।