6G Technology MoU: ঝড় উঠবে ইন্টারনেটে, ৬জি ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে মউ স্বাক্ষর ভারত ও আমেরিকার মধ্যে

6G: দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও আমেরিকা-উভয় দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিকমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশই চায়, দ্রুত ৬জি নেটওয়ার্ক পরিষেবা চালু করতে। সেই লক্ষ্যেই আমরা মিলিতভাবে কাজ করব।

6G Technology MoU: ঝড় উঠবে ইন্টারনেটে, ৬জি ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে মউ স্বাক্ষর ভারত ও আমেরিকার মধ্যে
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 1:59 PM

নয়া দিল্লি: ভারতে চালু হয়েছে ৫জি প্রযুক্তি। দেশের বিভিন্ন প্রান্তে মিলছে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা। এবার আরও এক ধাপ এগোনোর প্রস্তুতি নিল কেন্দ্রীয় সরকার। ৬জি প্রযুক্তি চালু করতে ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হল চুক্তি। শুক্রবার নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের মধ্যে স্বাক্ষর হল মউ। দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৬জি ওয়্যারলেস প্রযুক্তি চালু ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে কাজ করা হবে।

এটিআইএসের অধীরে তৈরি উত্তর আমেরিকার ওয়্যারলেস সংস্থা হল জি অ্যালায়েন্স। অন্য়দিকে, ভারত ৬জি অ্যালায়েন্স সম্পূর্ণ দেশীয় সংস্থা। শুক্রবার এটিআইএসের প্রেসিডেন্ট তথা সিইও সুজান মিলার ও ভারত ৬জি অ্য়ালায়েন্সের এন জি সুব্রহ্মণ্যম এই চুক্তি স্বাক্ষর করেন।

জি অ্যালায়েন্সের সিইও সুজান মিলার বলেন, “এটিআইএস ইতিমধ্যেই কোরিয়ার ৫জি ফোরাম, জাপানের বিয়ন্ড ৫জি প্রোমেশন কনসর্টিয়াম ও ইউরোপের ৬জি স্মার্ট নেটওয়ার্ক অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৈশ্বিক মোবাইল ওয়্যারলেস ইকোসিস্টেম গড়ে তুলতে ভারত ৬জি অ্য়ালায়েন্সের সঙ্গে  চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।”

দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও আমেরিকা-উভয় দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিকমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশই চায়, দ্রুত ৬জি নেটওয়ার্ক পরিষেবা চালু করতে। সেই লক্ষ্যেই আমরা মিলিতভাবে কাজ করব।

ভারত ৬জি অ্যালায়েন্সের প্রধান সুব্রহ্মণ্যম বলেন, “ভারত সমাজকে শক্তিশালী করতে চায়। পরবর্তী প্রজন্মের ৬জি পরিষেবা বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়ন করবে। সেই লক্ষ্যে নেক্সট জি অ্যালায়েন্সের সঙ্গে এই মউ স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”