Diamond in Field: চাষ মাটিতে মিলল হিরে, রাতরাতি ধনী হওয়ার সুযোগ হয়েও ‘বোকা’ বনে গেলেন কৃষক

বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার তুগ্গালি মণ্ডলের জোন্নাগিরি গ্রামের ওই কৃষকের স্ত্রী মাঠে গিয়ে হিরের টুকরো খুঁজে পেয়েছিলেন। চাষের মাঠ থেকে হিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামে। হিড়িক পড়ে যায় চাষের মাঠে হিরে খুঁজতে।

Diamond in Field: চাষ মাটিতে মিলল হিরে, রাতরাতি ধনী হওয়ার সুযোগ হয়েও ‘বোকা’ বনে গেলেন কৃষক
চাষের জমিতে হিরের খোঁজ...Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 2:02 PM

কুরনুল: গরিব কৃষক রাতারাতি হয়ে গেলেন ধনী! তাঁর ভাগ্য বদলে গেল জমিতে চাষ করতে গিয়ে। জমিতে চাষের সময়ই ওই কৃষকের স্ত্রী খুঁজে পান একটি চকচকে পাথর। তা দেখেই উঠিয়ে নিয়েছিলেন তিনি। তাঁদের সন্দেহ ছিল জমি থেকে প্রাপ্ত পাথর হিরে। তা নিয়ে এক হিরে ব্যবসায়ীর কাছে গিয়েছিলেন ওই কৃষক। পরীক্ষা করতেই দেখা যায় জমি থেকে প্রাপ্ত পাথর হিরে। তখন ওই কৃষককে ২ লক্ষ টাকা দেন ওই হিরে ব্যবসায়ী। কিন্তু ওই হিরে আরও বেশি মূল্যবান পরে বুঝতে পারেন কৃষক। ওই হিরের খণ্ডের দাম প্রায় ১০ লক্ষ টাকা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশে।

বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার তুগ্গালি মণ্ডলের জোন্নাগিরি গ্রামের ওই কৃষকের স্ত্রী মাঠে গিয়ে হিরের টুকরো খুঁজে পেয়েছিলেন। চাষের মাঠ থেকে হিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামে। হিড়িক পড়ে যায় চাষের মাঠে হিরে খুঁজতে। তবে, এই হিরে পাওয়ার ঘটনা অন্ধ্র প্রদেশে প্রথম নয়। চলতি মাসে এমন আর একটি খবর জানা যায়, কুরনুল জেলায় হিরে পাওয়া গিয়েছে। ওই কৃষকের স্ত্রীর হিরে প্রাপ্তির খবর শুনেই গ্রামবাসীরা কার্যত নিশ্চিত হয়ে পড়ে, এই সব এলাকায় হিরে খনি থাকতে পারে। তারপর থেকেই চাষের মাটি খুঁড়ে হিরে খুজতে শুরু করেছেন অনেকে।

গত সপ্তাহেই কু্রনুল জেলার একটি এলাকা থেকে ১৫ লক্ষ টাকার হিরে পাওয়া গিয়েছিল। মেড্ডিকেরা মণ্ডলে কাজ করার সময় এক শ্রমিক তা খুঁজে পেয়েছিলেন। এই বিষয়টি জানাজানি হতেই হিরে সন্ধানীদের নজর পড়েছে এই এলাকায়। এর জেরে ওই সব এলাকায় এসে হিরের সন্ধান চালাচ্ছেন তাঁরা। এর জেরে ফসলের ক্ষতির কথাও জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কিন্তু হিরে পাওয়ার বিষয়টি নিয়ে বেশ উন্মাদনা রয়েছে এলাকাবাসীর মধ্যে।