Anubrata Mondal: তিহাড় থেকে কি আসানসোলে ফিরবেন কেষ্ট? শুনানি সোমবার

অনুব্রত মণ্ডল শারীরিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে ইতিমধ্যে তাঁর জামিনের আবেদনও জানানো হয়েছে। সেই আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে, আগামী ১ জুন

Anubrata Mondal: তিহাড় থেকে কি আসানসোলে ফিরবেন কেষ্ট? শুনানি সোমবার
অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 9:10 PM

নয়া দিল্লি: তিহাড় থেকে কি রাজ্যে ফিরবেন কেষ্ট (Anubrata Mondal)? এই প্রশ্নেরই জবাব মিলবে আগামী ১ মে, সোমবার। কেননা ওই দিনই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের তিহাড় (Tihar Jail) থেকে আসানসোলের জেলে (Asansol Jail) স্থানান্তর করার মামলার শুনানি হবে। শনিবার এমনটাই জানিয়েছে আদালতক। ওই দিন অনুব্রতকে শারীরিকভাবে আদালতে উপস্থিত থাকারও নির্দেশ দিয়েছেন বিচারক রঘুবীর সিং।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের তিহার থেকে আসানসোলের জেলে স্থানান্তরের আবেদন জানানো হয়। যদিও এই আবেদনের বিরোধিতা করে ইডি এবং ইডি-র তরফে আইনজীবী বলেন, ৮ মে এই মামলার শুনানি হোক। পাল্টা অনুব্রত আইনজীবী সম্পৃক্তা ঘোষাল দ্রুত এই মামলার শুনানির আবেদন জানিয়ে বলেন, অনুব্রতর ইডি-র হেফাজতের মেয়াদ ৬ মে শেষ হচ্ছে। এর পরে তাঁর হেফাজতের মেয়াদ ৬০ দিন পূরণ হয়ে যাবে। তখন আর আবেদনের কোনও ভিত্তি থাকবে না। অবশেষে অনুব্রতর আইনজীবীর আবেদন মেনেই আগামী ১ মে এই মামলার শুনানির দিন দেন বিচারক রঘুবীর সিং। ওই দিন অনুব্রতকে শারীরিকভাবে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল শারীরিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে ইতিমধ্যে তাঁর জামিনের আবেদনও জানানো হয়েছে। সেই আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে। আগামী ১ জুন সেই মামলার শুনানি হবে। তার আগেই অনুব্রতকে তিহাড় জেল থেকে আসানসোল জেলে স্থানান্তরের আবেদনের মামলা হবে রাউস অ্যাভিনিউ কোর্টে।

অন্যদিকে, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল বর্তমানে দিল্লিতে রয়েছেন। দিল্লির প্রবর্তন ভবনে ইডি হেফাজতে রয়েছেন সুকন্যা। হিসাব বহির্ভূত সম্পত্তি ও তদন্তে অসহযোগিতার অভিযোগেই সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি।