Mann Ki Baat: পাড়ার মোড় থেকে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর, ইতিহাস গড়ে আজ সম্প্রচারিত হবে ‘মন কি বাতে’র শততম পর্ব

PM Narendra Modi: শুধুমাত্র ভারতেই নয়, এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে (United Nations Headquarter)।

Mann Ki Baat: পাড়ার মোড় থেকে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর, ইতিহাস গড়ে আজ সম্প্রচারিত হবে 'মন কি বাতে'র শততম পর্ব
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 7:06 AM

নয়া দিল্লি: আর পাঁচটা রবিবারের থেকে আলাদা আজকের রবিবার। কারণ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র রেডিয়ো সম্প্রচার অনুষ্ঠান ‘মন কি বাত’ (Mann Ki Baat)-র শততম পর্ব সম্প্রচারিত হতে চলেছে। শততম পর্ব উপলক্ষে মন কি বাত অনুষ্ঠান ঘিরে একাধিক ব্যবস্থা-আয়োজন করা হয়েছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (BJP)-র তরফে। আজ সকাল ১১ টা থেকে ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার শুরু হবে। গোটা দেশবাসীরা রে়ডিয়ো থেকে শুরু করে ফেসবুক, ইউটিউবের মতো নানা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনতে পারবেন। শুধুমাত্র ভারতেই নয়, এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে (United Nations Headquarter)। রাষ্ট্রপুঞ্জের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারেও সম্প্রচারিত হবে মন কি বাত।

এক নজরে প্রধানমন্ত্রী মোদার মন কি বাত অনুষ্ঠান-

  1. ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেই সময় থেকেই শুরু করা হয় মন কি বাত অনুষ্ঠানের।
  2. এই রে়ডিয়ো সম্প্রচার শুরু করার পিছনে কারণ হিসাবে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের সব স্তরের মানুষের কাছে যাতে একসঙ্গে পৌঁছে যাওয়া যায় এবং তাদের নিত্যদিনের ছোট-বড় সাফল্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সমস্যা, যাবতীয় কিছু তুলে ধরা সম্ভব হয়।
  3. প্রত্যেক মাসের শেষ রবিবার সকাল ১১টায় সম্প্রচারিত হয় মন কি বাত অনুষ্ঠান।
  4. মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বকে সফল করতে বিজেপির তরফে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ১০০টি জায়গায় এই অনুষ্ঠানের সম্প্রচার শোনার ব্যবস্থা করা হয়েছে।
  5. বিজেপির সদর দফতরে মন কি বাত অনুষ্ঠান শুনতে হাজির হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত থাকবেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতা-কর্মীরাও।
  6. দেশের প্রত্যেকটি রাজভবন, রাজ্যপালদের সরকারি বাসভবন, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্য়মন্ত্রীদের বাড়িতেও এই অনুষ্ঠান শোনার জন্য বিশেষ ব্য়বস্থা করা হয়েছে।
  7. ইতিহাস গড়ে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে নিউইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে।