Robbery in Train: চলন্ত জম্মু তাওয়াইগামী এক্সপ্রেস দুর্ধর্ষ ডাকাতি, চলল কয়েক রাউন্ড গুলি
জম্মু তাওয়াইগামী ওই এক্সপ্রেস ট্রেনটির এস৯ কামরায় ওঠে ডাকাতদল। প্রায় ১৫ জন ডাকাত ওই ট্রেনে ছিল বলে জানা যাচ্ছে। বারওয়াডি স্টেশন ঢোকার আগে বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছে থাকা জিনিস লুঠ করে নেয় ওই ডাকাতদল। গয়না, টাকা পয়সা, মোবাইল-সহ একাধিক জিনিস হাতিয়ে নেয়।
ডালটনগঞ্জ: চলন্ত এক্সপ্রেস ট্রেনে অবাধে ডাকাতি চালালো অস্ত্রধারী দুষ্কৃতীদল। জম্মু তাওয়াইগামী এক্সপ্রেসের ভিতরে অবাধে ডাকাতি। সম্বলপুর থেকে জম্মু তাওয়াইগামী ট্রেনটি ঝাড়খণ্ডের লাতেহার স্টেশন পার করার পর এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শনিবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ট্রেনের মধ্যে ডাকাতদল কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। যাত্রীদের মারধরও করে। এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর রেলে যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
জম্মু তাওয়াইগামী ওই এক্সপ্রেস ট্রেনটির এস৯ কামরায় ওঠে ডাকাতদল। প্রায় ১৫ জন ডাকাত ওই ট্রেনে ছিল বলে জানা যাচ্ছে। বারওয়াডি স্টেশন ঢোকার আগে বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছে থাকা জিনিস লুঠ করে নেয় ওই ডাকাতদল। গয়না, টাকা পয়সা, মোবাইল-সহ একাধিক জিনিস হাতিয়ে নেয়। ওই ট্রেনের দুটি কামরায় ডাকাতি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেনটি ১২টা নাগাদ ডালটনগঞ্জের কাছে ট্রেন থামলে পালিয়ে যায় ডাকাতদল। পালানোর সময় ডাকাতরা গুলি চালায় বলেও অভিযোগ।
জানা গিয়েছে, এই ঘটনায় সংরক্ষিত দুটি কামরার বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। বন্দুক দিয়ে এক মহিলা যাত্রীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। ডালটনগঞ্জ স্টেশনে ট্রেন থামার পর ডাকাতির ঘটনা নিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা। সেখানে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে। প্রায় ২ ঘণ্টার পর ডালটনগঞ্জ থেকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।