Chopper Crash: অরুণাচলে বিধ্বস্ত কপ্টারের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার ৪ মৃতদেহ, খোঁজ চলছে আরেক জনের
Army Chopper Crash at Arunachal: শুক্রবার (২১ অক্টোবর) সকালে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভেঙে পড়া সেনার হেলিকপ্টারে ছিলেন ৫ সেনা সদস্য। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুই জনের মৃতদেহ।
গুয়াহাটি: শুক্রবার (২১ অক্টোবর) সকালেই অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মিগিং নামে এক গ্রামের কাছে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল। বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পর, মিলেছে তার ধ্বংসাশেষ। সেনা সূত্রে জানা গিয়েছে, কপ্টারটিতে মোট পাঁচ জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে শুক্রবার রাত পর্যন্ত চার সেনা কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং জায়গাটি কোনও সড়কপথে যুক্ত নয়। তিনটি উদ্ধারকারী দলকে ওই স্থানে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, কপ্টারটির ভেঙে পড়া অংশগুলিতে আগুন জ্বলছে।
2 Killed In Army Chopper Crash In Arunachal, 5 Were On Board: Sources NDTV pic.twitter.com/zrlCxcoBMW
— Vaswani Manoj (@manojvam64) October 21, 2022
An #IndianArmy chopper #crashed in the #UpperSiang district on Friday. Details are awaited. This is the second crash within a month. pic.twitter.com/0PBWin6f13
— The Arunachal Times (@arunachaltimes_) October 21, 2022
একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া মিগিং গ্রামে যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। ফলে, গাড়ি বা অন্য কোনও যানবাহন যাওয়ার উপায় নেই। তাই, সেনাবাহিনী ও বায়ুসেনা বাহিনীর তিনটি যৌথ দল একটি এমআই-১৭ এবং দুটি ধ্রুব হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। সেনা সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট চার জনের দেহের সন্ধান মিলেছে। এর মধ্যে দু’জন আর্মি এভিয়েশনের দুই পাইলট। ৫ সেনা সদস্য নিয়ে হেলিকপ্টারটি এদিন সকালে লিকাবালি থেকে উড়েছিল।য সকাল ১০.৪৩ মিনিট নগাদ, তুতিং-এ সেনার সদর দফতর থেকে ২৫ কিমি দূরে দুর্ঘটনার মুখে পড়ে কপ্টারটি।
কপ্টার ভেঙে পড়ার পরই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইট করে বলেছেন, “অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেলাম। আমার তাদের জন্য প্রার্থনা করছি।” প্রসঙ্গত, অক্টোবর মাসে এই নিয়ে অরুণাচল প্রদেশে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। চলতি মাসের শুরুতেই, তাওয়াংয়ের কাছে ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়েছিল। ওই ঘটনায় এক পাইলট প্রাণ হারিয়েছিলেন। আরও কয়েকজন আহত হয়েছিলেন।