৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অর্ণব গোস্বামী
ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন “মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। কিন্তু , সাংবিধানিক অধিকার সকলের জন্যেই সমান।আপনার যদি কোনও চ্যানেল ভাল না লাগে দেখবেন না। আমিও তো দেখি না।"
TV9 বাংলা ডিজিটাল : অন্তর্বর্তীকালীন মামলায় জামিন পেলেন রিপাবলিক চ্যানেলের ( Republic TV) এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী (Arnab Goswami)। ২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও কুমুদ নায়েককে আত্মহত্যায় (Anvay Naik Suicide Case) প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ৪ নভেম্বর অর্ণব-সহ ফিরোজ শেখ ও নীতীশ সারদাকে গ্রেফতার করে আলিবাগ পুলিস (Alibag Police) । সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে (Mumbai High Court) জামিনের আর্জি জানিয়েছিলেন অর্ণব । আবেদন খারিজ হয়ে গেলে , সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গোস্বামী।
বুধবার সকালে সাংবাদিক অর্ণব গোস্বামীর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত ( Supreme Court) । ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান অর্ণব ও আরও দুই অভিযুক্ত। শীর্ষ আদালতের জানায়, নিম্ন আদালতে জামিন মঞ্জুর হতে অনেক সময় লাগত। তাই এই ব্যবস্থা । অর্ণবের আইনজীবী হরিশ সালভে জানান, পুনর্তদন্তের ক্ষমতাকে অপব্যবহার করা হয়েছে । সুপ্রিমকোর্ট বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জি বেঞ্চের পর্যবেক্ষণ, টাকা না দেওয়ার জন্য কেউ আত্মহত্যা করেছে মানেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয়। তথ্যপ্রমাণ না থাকলে এই মামলা রুজু করা যায়না এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত ।
ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন “মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। কিন্তু , সাংবিধানিক অধিকার সকলের জন্যেই সমান। উপযুক্ত ও ন্যায্য তদন্তের অধিকারী অভিযুক্ত। আপনার যদি কোনও চ্যানেল ভাল না লাগে দেখবেন না। আমিও তো দেখি না। ” তিনি আরও বলেন , “আমরা যদি এই মামলায় হস্তক্ষেপ না করি , তবে আমরা ধ্বংসের পথে হাঁটব।”
আলিবাগের যে জেলে অর্ণবকে রাখা হয়েছিল সেই জেল কর্তৃপক্ষ ও কমিশনারের উদ্দেশে আদালত জানায় অর্ণব, ফিরোজ ও নীতীশের আরও দুদিন দেরিতে জামিন হোক তা চায় না আদালত । তাই অতি দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে আদালত।