Ram Lalla Idol: যেন সবার দিকে তাকিয়ে আছে… কীভাবে ফুটে উঠল রামলালার চোখ, জানলে অবাক হবেন
Ram Lalla Idol: এক সাক্ষাৎকারে সুমধুর শাস্ত্রী জানিয়েছেন, শিল্পী যোগীরাজ চেষ্টা করেছেন যাতে, পাথরের মূর্তি দেখেও তাতে প্রাণের অস্তিত্ব উপলব্ধি করা যায়। তাই চোখের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কাজটা এত সূক্ষ ছিল যে, সাধারণভাবে তা করা সম্ভব হয়নি।
![Ram Lalla Idol: যেন সবার দিকে তাকিয়ে আছে... কীভাবে ফুটে উঠল রামলালার চোখ, জানলে অবাক হবেন Ram Lalla Idol: যেন সবার দিকে তাকিয়ে আছে... কীভাবে ফুটে উঠল রামলালার চোখ, জানলে অবাক হবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/large-Ram-Lalla.jpg?w=1280)
অযোধ্য়া: কালো পাথর বা কৃষ্ণ শীলা কেটে কেটে তৈরি করা হয়েছে রামলালার মূর্তি। কয়েক মাস ধরে দিন-রাত এক করে সেই মূর্তি তৈরি করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর সাধারণ মানুষ সেই মূর্তি দর্শনের সুযোগ পাচ্ছেন। মনে করা হয় দেব-দেবীর মূর্তিতে চোখটাই আসল। চোখের দিকে তাকিয়েই আধ্যাত্মিক অনুভূতি পেতে পারেন ভক্তরা। আর এ ক্ষেত্রে রামলালার সেই চোখ ফুটিয়ে তোলা যে কতটা কঠিন ছিল সে কথা জানিয়েছেন শিল্পী অরুণ যোগীরাজের অন্যতম সঙ্গী আচার্য সুমধুর শাস্ত্রী। এত সূক্ষ কাজ পাথরে করাটা যে কঠিন সে কথাই উল্লেখ করেছেন তিনি। চোখ যেন কথা বলে, এটাই চেয়েছিলেন শিল্পী।
এক সাক্ষাৎকারে সুমধুর শাস্ত্রী জানিয়েছেন, শিল্পী যোগীরাজ চেষ্টা করেছেন যাতে, পাথরের মূর্তি দেখেও তাতে প্রাণের অস্তিত্ব উপলব্ধি করা যায়। তাই চোখের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কাজটা এত সূক্ষ ছিল যে, সাধারণভাবে তা করা সম্ভব হয়নি। ব্যবহার করা হয় সোনার ছেনি, রূপোর হাতুড়ি। এগুলি ব্যবহার করেই ফুটিয়ে তোলা হয়েছে প্রাণবন্ত চোখ।
তিনি আরও উল্লেখ করেন, চোখ দুটি তৈরি হওয়ার আগে মূর্তি ছিল নিষ্প্রাণ। কিন্তু চোখ তৈরির পরই যেন ওই মূর্তি এক স্বর্গীয় সৌন্দর্য পায়। তিনি আরও বলেন, চোখ তৈরির সময় মাথায় রাখা হয়েছিল, যাতে সেটা দেখে মনে হয়, রামলালা সব ভক্তদের দিকে তাকিয়ে আছে।
রামের মূর্তির চারপাশে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর ১০ অবতার। প্রত্যেকটি অবতার অত্যন্ত সূক্ষভাবে তৈরি করা হয়েছে, যা তৈরি করতে সময় লেগেছে ৭ দিন।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)