দেশকে ‘সুস্থ’ করার কঠিন লড়াই, গাধার পিঠে জিনিস চাপিয়ে টিকাকরণ কর্মসূচির পথে স্বাস্থ্যকর্মীররা
Vaccine Drive: ইতিমধ্যেই ভাইরাল ৪৯ সেকেন্ডের সেই ভিডিয়ো। শেয়ার করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।
ইটানগর: মারণ দ্বিতীয় ঢেউয়ে আরও একবার বিপদের কালো মেঘ দেখেছে ভারত। তাই এখন শুধুই সুস্থ হওয়ার লড়াই। বিশেজ্ঞরা বলছে দেশকে ‘সুস্থ’ করার একমাত্র মন্ত্রের নাম ভ্যাকসিন। দেশের প্রতিটি কোণায় কেউ যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করছে সরকার ও স্বাস্থ্যকর্মীরা। তিব্বত সীমান্তের একট ছবি সে কথাই প্রমাণ করে দিচ্ছে।
১৩ হাজার ফুট উঁচুতে মানুষকে ভ্যাকসিন দিতে গাধার পিঠে জিনিসপত্র চাপিয়েই রওনা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আজ, অরুণাচল প্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু সেই ছবি সামনে এনেছেন। ১৮০ কিলোমিটার দূরত্ব এ ভাবেই পেরোতে হবে তাঁদের। পায়ে হেঁটে ও গাধার পিঠে জিনিসপত্র চাপিয়ে যাত্রা করতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। ৪৯ সেকেন্ডের ওই ভিডিয়োটি টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দেশের প্রতি কর্তব্য পালনে এ এক অদম্য ইচ্ছাশক্তির পরিচয়।’ তিব্বত সীমান্তে একটি গ্রামে টিকাকরণ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
পরের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি পিপিই কিট পরে টিকাকরণের কাজ করছেন। পেমা কাণ্ডু উল্লেখ করছেন, অরুণাচল সরকার ব্রোকপা উপজাতির ১০০ শতাংশ মানুষ আতে টিকা পান, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টোপগে এলাকার ১৩৩ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামে তাই টিকা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন: মুম্বইয়ের ৫১ শতাংশ শিশুর শরীরেই কোভিড অ্যান্টিবডি: সেরো সার্ভে
জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে অন্যান্য রাজ্যের তুলনায় টিকাকরণের হার বেশি। সে রাজ্যে ৭ হাজার ৮০০-এর থেকে বেশি মানুষের টিকাকরণ হয়েছে গত রবিবার।