Kejriwal in Rajasthan: এক নয় চাই কুড়িটি নির্বাচন! কংগ্রেস-শাসিত রাজস্থানে কেজরীর ‘গ্যারান্টি’-রাজনীতি
Kejriwal in Rajasthan: এর আগে ছত্তীসগঢ়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। সোমবার (৪ সেপ্টেম্বর) গেহলটের রাজস্থানে দলীয় প্রচার চালালেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে, জোট ধর্ম বজায় রাখতেই সম্ভবত, রাজস্থানে রাজ্য সরকারের প্রতি ততটাও আক্রমণাত্মক হলেন না কেজরীবাল। বরং, তাঁর বক্তব্যের অধিকাংশটা জুড়ে থাকল কেন্দ্রের এক দেশ, এক নির্বাচন প্রস্তাব।
জয়পুর: বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম শরিক – জাতীয় কংগ্রেস এবং আম আদমি পার্টি। ছত্তীসগঢ় এবং রাজস্থান- নির্বাচনমুখী দুই রাজ্যেই ক্ষমতায় আছে কংগ্রেস। অথচ, এই দুই রাজ্যেই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিতে চলেছে আপ। এর আগে ছত্তীসগঢ়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। সোমবার (৪ সেপ্টেম্বর) গেহলটের রাজস্থানে দলীয় প্রচার চালালেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে, জোট ধর্ম বজায় রাখতেই সম্ভবত, রাজস্থানের রাজ্য সরকারের প্রতি ততটাও আক্রমণাত্মক হলেন না কেজরীবাল। বরং, তাঁর বক্তব্যের অধিকাংশটা জুড়ে থাকল কেন্দ্রের এক দেশ, এক নির্বাচন প্রস্তাব। এদিন, জয়পুরে এক জনসভা থেকে এই ধারণার সমালোচনা করে, এক নির্বাচনের বদলে আরও ঘন ঘন নির্বাচন করার দাবি জানিয়েছেন আপ প্রধান। তাঁর মতে, সেই ক্ষেত্রে সরকারের জবাবদিহিতা থাকবে। তিনি বলেন, “প্রতি তিন মাস অন্তর একটি করে নির্বাচন হওয়া উচিত। অন্যথায়, ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়িত হলে পাঁচ বছর আর বিজেপির মুখ দেখাতে পাওয়া যাবে না।”
VIDEO | “There should be an election every third month. Otherwise, they (BJP) will not show their faces for five years if ‘one nation, one election’ gets implemented,” says Delhi CM @ArvindKejriwal in Jaipur.#AssemblyElections2023 #OneNationOneElection pic.twitter.com/OGNEe1idVQ
— Press Trust of India (@PTI_News) September 4, 2023
দিল্লির মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, মোদী সরকার কোনও কাজ করেনি বলেই এখন ভোট চাওয়ার জন্য তাদের ‘এক দেশ, এক নির্বাচন’-এর জিগির তুলতে হচ্ছে। তিনি বলেন, “নয় বছর প্রধানমন্ত্রীর চেয়ারে থাকার পরও প্রধানমন্ত্রী মোদী এক দেশ এক নির্বাচনের নামে ভোট চাইছেন। দেশে কটা নির্বাচন হবে, তাতে সাধারণ মানুষের কী? এর থেকে সাধারণ মানুষ কী পাবেন? নয় বছর প্রধানমন্ত্রী থাকার পরও যদি কাউকে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে ভোট চাইতে হয়, তার অর্থ হল, তিনি কোনও কাজ করেননি। ভোট চাওয়া উচিত, ‘এক দেশ, এক শিক্ষা’, ‘এক দেশ, এক চিকিৎসা’র মতো বিষয়ে।” তিনি আরও দাবি করেছেন, ভারতে প্রতি ছয় মাসে নির্বাচন হয়। ছয় মাস বাদে বাদে জনগণের কাছে যাওয়াটা প্রধানমন্ত্রী মোদীর পছন্দ নয়। তাই তিনি প্রতি পাঁচ বছরে একবার নির্বাচন করতে চাইছেন। এই ব্যবস্খা চালু হলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০০ টাকা হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেজরীবাল। তিনি বলেন, “পাঁচ বছর পর, প্রধানমন্ত্রী মোদী এসে বলবেন, তিনি গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছেন।”
नेता जनता से क्यों डरते हैं? क्योंकि उन्हें चुनाव में जनता के बीच जाना पड़ता है और उनके लिए कुछ करना पड़ता है। आज हर छः महीनों में देश में कहीं ना कहीं चुनाव होते हैं। हर छः महीनों में इन्हें जनता में जाना पड़ता है। फिर भी इन्होंने इतनी महंगाई कर रखी है। “वन नेशन वन इलेक्शन” हो… pic.twitter.com/k8EXcT7Imc
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 4, 2023
রাজস্থানের কংগ্রেস সরকারকে সরাসরি আক্রমণ না করলেও, এদিন রাজস্থানের জনগণের জন্য বেশ কয়েকটি ‘গ্যারান্টি’ ঘোষণা করেছেন আপ প্রধান। তিনি বলেন, গত ৭৫ বছরে কোনও রাজনৈতিক দল হাসপাতাল, স্কুল তৈরির কথা বলেনি। কেউই দেশের মানুষকে নিয়ে চিন্তিত নয়। শুধু আপ যে প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করে। ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, প্রতিটি পরিবারকে ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুতের বকেয়া বিল মকুব, শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসার মতো ‘গ্যারান্টি’র ঘোষণা করেছেন তিনি। রাজস্থানে আপের প্রবেশ, কংগ্রেসের পথের কাঁটা হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে, আপ নেতা সঞ্জয় সিং দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আপ – পৃথকভাবে লড়াই করলে ইন্ডিয়া জোটে কোনও সমস্যা হবে না। তিনি বলেছেন, “যে যে রাজ্যে নির্বাচন লড়ছে আপ, সব রাজ্যেই প্রচারে যাচ্ছেন কেজরীবাল এবং এই ধরনের গ্যারান্টি ঘোষণা করছেন। এতে মনে হয় না ইন্ডিয়া জোটের কোনও ক্ষতি হবে।”
VIDEO | “We will waive off all previous electricity bills in Rajasthan (if voted to power). There will be 24-hour electricity supply. I am also taking guarantee of providing quality and free education to your children,” says AAP leader @ArvindKejriwal in Jaipur as he launches… pic.twitter.com/Q69HuYxOyH
— Press Trust of India (@PTI_News) September 4, 2023
আপ নেতারা যাই বলুন না কেন, তবে, ছত্তীসগঢ়ের পর রাজস্থানেও আপের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কংগ্রেস দল যে সন্তুষ্ট নয়, তা বলাই বাহুল্য। বিশেষ করে একদিন আগেই জোট স্বার্থে আত্মত্যাগের নিদান দিয়েছিলেন বিশিষ্ট আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি দাবি করেছিলেন, প্রত্যেকে আত্মত্যাগ না করলে ইন্ডিয়া জোট টিকবে না। তারপরই কংগ্রেস শাসিত আরও এক রাজ্যে প্রচারে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, ছত্তীসগঢ়-রাজস্থানে কি বকলমে কংগ্রেসকে ‘আত্মত্যাগ’ করার বার্তা দিচ্ছেন কেজরীবাল?