AAP-BJP Tussle: ‘পরবর্তী প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরীবাল’, ২০২৪ নির্বাচনের ফর্মুলা জানালেন দিল্লির মন্ত্রী

Lok Sabha Election: বিরোধী দলগুলির তরফে বারবার কেন্দ্রীয় সংস্থাগুলি অপব্যবহারের অভিযোগ উঠেছিল। এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন অরবিন্দ কেজরীবাল সরকারের পরিবেশমন্ত্রী

AAP-BJP Tussle: 'পরবর্তী প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরীবাল', ২০২৪ নির্বাচনের ফর্মুলা জানালেন দিল্লির মন্ত্রী
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 1:20 PM

নয়া দিল্লি: দিল্লির আম আদমি পার্টি (Aam Admi Party) সরকারের নয়া আবগারি নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই এই নিয়ে সিবিআই তদন্তও শুরু হয়ে গিয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আবগারি দফতরের দায়িত্বপ্রাপ্ত মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা। গোটা ঘটনার পিছনে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে আম আদমি পার্টির তরফে সিসোদিয়ার গ্রেফতারির আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। তিনি জানিয়েছেন, ২০২৪ সালে অরবিন্দ কেজরীবাল প্রধানমন্ত্রী হবেন এবং বিজেপি তাঁকে কোনওভাবেই আটকাতে পারবে না।

দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় গোপাল রাই বলেন, “বিজেপি আমাদের সব মন্ত্রীদের গ্রেফতার করতেই পারে, তবে ২০২৪ সালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দেশের প্রধানমন্ত্রী হবেন। বিজেপি যত তাঁর ও আম আদমি পার্টির সঙ্গে লড়াইয়ে জড়াবে, তাদের কবর তত বেশি গভীর হবে। আমরা মন্ত্রী-বিধায়ক থাকি বা না থাকি, আমাদের সরকার ক্ষমতায় থাকুক বা না থাকুক, আমরা দেশের জন্য বাঁচব এবং দেশের জন্য মৃত্যুবরণ করতেও রাজি।” তিনি বলেন, “বিগত এক সপ্তাহে আমরা বিজেপি নেতাদের মুখোশ ছিঁড়ে দিয়েছি এবং তাদের মিথ্যে সকলের সামনে নিয়ে এসেছি। বিজেপি বিধায়কদের যখন বিধাসভায় মিথ্যে বলার মতো কোনও কিছু নেই, তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আসরে নেমেছেন।”

বিরোধী দলগুলির তরফে বারবার কেন্দ্রীয় সংস্থাগুলি অপব্যবহারের অভিযোগ উঠেছিল। এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন অরবিন্দ কেজরীবাল সরকারের পরিবেশমন্ত্রী। তিনি বলেন, “ওরা মনে করছে মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানার পর আম আদমি পার্টি তাদের সামনে মাথা নত করবে। কিন্তু পরের দিন মণীশ সিসোদিয়া যখন তাদের গড় গুজরাটে গিয়েছিলেন, তখন তাদের সব ভুল ধারণা ভেঙে গিয়েছে। ওরা ভেবেছিল ভুয়ো মামলা করে তাঁকে থামিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু তিনি সিংহের মতো গর্জন করেছেন… মানুষের আমাদের প্রতি আস্থা আছে। আমরা দেশের জন্য যতদূর সম্ভব সব কিছু বিপন্ন করে কাজ করে যাব, এমনকী দেশের হয়ে প্রাণ দিতেও আমাদের কোনও সমস্যা নেই।”