Congress: সামনেই ভোট, অথচ প্রার্থীর নামই জানে না কেউ! জাতীয় সভাপতি নির্বাচনে কালঘাম ছুটছে কংগ্রেসের

Congress President Election: সনিয়া ও রাহুল গান্ধী- কংগ্রেসের বড় দুই মুখই সভাপতি হওয়া থেকে অস্বীকার করায়, নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে।

Congress: সামনেই ভোট, অথচ প্রার্থীর নামই জানে না কেউ! জাতীয় সভাপতি নির্বাচনে কালঘাম ছুটছে কংগ্রেসের
কে হবেন কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 6:37 AM

নয়া দিল্লি: সপ্তাহের শুরুতেই নির্বাচন, এদিকে প্রার্থী কে, তাই-ই জানে না দল! কংগ্রেসের জাতীয় সভাপতি খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দলকে। সূত্রের খবর, দলের কর্মী ও শীর্ষনেতারা রাহুল গান্ধীকেই সভাপতি হিসাবে দেখতে চাইলেও, রাজি নন খোদ রাহুল। সম্প্রতিই ফের একবার তাঁর কাছে কংগ্রেসের সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হলেও, তিনি তা খারিজ করে দিয়েছেন বলেই জানা গিয়েছে।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই রাহুল নিজেকে দায়ী করে, ২০১৯ সালে কংগ্রেসের জাতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকেই ফাঁকা পড়ে রয়েছে কংগ্রেস জাতীয় সভাপতির পদ। বর্তমানে অন্তবর্তীকালীন সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন সনিয়া গান্ধী। কিন্তু তিনিও আর সভাপতি হতে চান না। বয়সজনিত কারণ ও মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ায় এবার কংগ্রেস সভাপতির দায়িত্ব অন্য় কেউ নিক, এমনটাই চান তিনি।

সনিয়া ও রাহুল গান্ধী- কংগ্রেসের বড় দুই মুখই সভাপতি হওয়া থেকে অস্বীকার করায়, নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। রাহুলের বিকল্প হিসাবে কংগ্রেসের অন্দরে যে নামটি নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, তা প্রিয়ঙ্কা গান্ধী। বিয়ের পর কিছু বছর রাজনীতির সঙ্গে দূরত্ব তৈরি হলেও, তিনি ফের একবার সক্রিয় হয়ে উঠেছেন বিগত কয়েক বছরে। দলের অনেক সদস্যরাই চান প্রিয়ঙ্কার উপরই কংগ্রেসকে সামলানোর দায়িত্ব দেওয়া হোক, এমনটাই সূত্রের খবর। তবে গত বছর উত্তর প্রদেশ নির্বাচনের দায়িত্বে প্রিয়ঙ্কা থাকা সত্ত্বেও দলের যে শোচনীয় ফল হয়েছে, তা মনে করে চিন্তিত অনেকে।

অ-গান্ধী কোনও মুখও এবার কংগ্রেস সভাপতি হতে পারে, এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছে। এতদিন অবধি কোনও নাম সামনে না এলেও, বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম কংগ্রেস সভাপতির জন্য প্রস্তাব করা হতে পারে বলে সূত্রের খবর। যদি গেহলট সভাপতি হিসাবে নির্বাচিত হন, তবে ১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের জাতীয় সভাপতি হবেন কোনও অ-গান্ধী মুখ।