Ashwini Vaishnaw: ‘জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রামের’ সূচনা করলেন অশ্বিনী বৈষ্ণব

G20 Global Digital Innovation Alliance Program: বুধবার (২৮ ডিসেম্বর), 'জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রাম' এবং 'স্টে সেফ' অনলাইন প্রচারের সূচনা করলেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Ashwini Vaishnaw: 'জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রামের' সূচনা করলেন  অশ্বিনী বৈষ্ণব
'জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রামের' সূচনা করলেন অশ্বিনী বৈষ্ণব
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 7:19 PM

নয়া দিল্লি: বুধবার (২৮ ডিসেম্বর), ‘জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রাম’ এবং ‘স্টে সেফ’ অনলাইন প্রচারের সূচনা করলেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জি২০-র প্রস্তুতিমূলক বৈঠকের অংশ হিসেবেই এই দুই প্রচারের সূচনা করা হল। জি২০-র সদস্য দেশ এবং আমন্ত্রিত দেশগুলির নতুন উদ্ভাবকদের সনাক্ত করাই ‘জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রামের’ লক্ষ্য। বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের ডিজিটাল সমাধান খুঁজতে নয়া উদ্ভাবকদের সমর্থন করা হবে।

এই বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বনী বৈষ্ণব জানিয়েছেন, “বসুধৈব কুটুম্বকম – এক মাটি, এক পরিবার, এক ভবিষ্যত” থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈশ্বিক চাহিদার দিকে মনোনিবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া উদ্ভাবকদের সন্ধানের এই প্রোগ্রামের ফলে, ভারতে ডিজিটাল ক্ষেত্র আরও বিকশিত হবে বলে জানান তিনি। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, আগামী বছর দেশের আরও অনেক এলাকায় ৫জি পরিষেবা প্রসারিত করা হবে। এদিন ‘জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রাম’ চালুর সময়, প্রযুক্তি ক্ষেত্রে জি২০ দেশগুলির পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা, উদ্ভাবন বৃদ্ধি এবং অন্যান্য আরও বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।

জি২০-র সদস্য দেশগুলির পাশাপাশি আমন্ত্রিত সদস্য দেশগুলির ডিজিটাল উদ্ভাবনের প্রচারের জন্য এই প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের আওতায় উদ্ধাবন বিষয়ে বেশ কিছু কর্মসূচি, আলোচনা সভা, ও কর্মশালার আয়োজন করা হবে। প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের নিজ নিজ উদ্ধাবন নির্বাচনের মানদণ্ড তৈরি করবে। জি২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রামে পাঠানোর জন্য, প্রতিটি দেশ ৬টি করে তাদের সেরা উদ্ভাবন নির্বাচন করবে। এই মনোনীত উদ্ভাবনগুলি পাঠানোর শেষ তারিখ ২০২৩ সালের ১৫ মে।

অগাস্ট মাসে ভারতে তিন দিনের একটি অনুষ্ঠানে এই উদ্ভাবনগুলি প্রদর্শিত হবে। এছাড়া বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে আলাপ আলোচনা হবে। প্রতিটি থিমের অধীনে মেন্টরিং সেশন, আর্থিক বিনিয়োগ এবং প্যানেল আলোচনা হবে। জুরিরা প্রতিটি বিভাগের সেরা ৩টি করে ডিজিটাল উদ্ভাবন নির্বাচন করবেন। পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হবে জি২০ শীর্ষ সম্মেলনে। এছাড়া প্রতিটি বিভাগ সম্পর্কে একটি করে পুস্তিকা প্রকাশ করা হবে।