করোনায় আক্রান্ত শ্বশুরকে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন নীহারিকা

প্রথমে পাড়াপড়শির সাহায্য চেয়েছিলে তবে করোনায় আক্রান্ত শ্বশুরকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এমন সময় নিজের কাঁধে করোনায় (Covid) আক্রান্ত শ্বশুরকে চাপিয়ে করোনা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় গৃহবধূ।

করোনায় আক্রান্ত শ্বশুরকে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন নীহারিকা
শ্বশুরের পাশে দাঁড়াল পুত্রবধূ
Follow Us:
| Updated on: Jun 09, 2021 | 10:44 PM

নগাঁও: ছেলের অনুপস্থিতিতে করোনায় আক্রান্ত শ্বশুরের পাশে দাঁড়াল পুত্রবধূ। অসমের (Assam) নগাঁও এলাকার ঘটনার প্রশংসা করেছে সারা দেশের মানুষ। ছেলে কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে। এমন সময় থুলেশ্বর দাস করোনায় আক্রান্ত। ৭৫ বছর বৃদ্ধ শ্বশুরকে (Father-in-law) কোভিড হাসপাতালে নিয়ে গেল বাঙালি বউ।

মহিলার নাম নীহারিকা দাস। বয়স ২৪ বছর। প্রথমে পাড়াপড়শির সাহায্য চেয়েছিলে তবে করোনায় আক্রান্ত শ্বশুরকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এমন সময় নিজের কাঁধে করোনায় আক্রান্ত শ্বশুরকে চাপিয়ে করোনা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ওই গৃহবধূ।

ঘটনার জন্য মহিলাকে তারিফ জানিয়েছেন কোভিড হাসপাতালের চিকিৎসকরা। এর পর নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন নীহারিকা দাস। তাকে বাড়িতে থেকে চিকিৎসা চালানোর অনুমতি দিয়েছিল ডাক্তার। তবে বৃদ্ধ শ্বশুরের সেবা কারার জন্য তিনিও হাসপাতালে আছেন।

করোনার ভয়াবহ পরিস্থিতিতে এমন ঘটনার সাক্ষী থাকল অসম। শ্বশুরকে ২ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়কার ছবি তুলে রেখেছিলেন কয়েকজন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নীহারিকার কাজকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন: ভ্যাকসিন নেওয়া থাকলেই অতিরিক্ত সুদ মিলবে ব্যাঙ্কে