Atal Bihari Vajpayee: প্রধানমন্ত্রী থাকাকালীনই রাষ্ট্রপতির হওয়ার পরামর্শ শুনে কী বলেছিলেন বাজপেয়ী? সামনে এল তথ্য

President post: নিজে রাষ্ট্রপতি পদে না বসলেও আব্দুল কালামকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বাজপেয়ীরই ছিল বলে জানিয়েছেন অশোক ট্যান্ডন। তিনি জানান,  বাজপেয়ীই রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করেন। যদিও এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে পছন্দ লালকৃষ্ণ আডবাণী ছিলেন বলেও উল্লেখ করেছেন ট্যান্ডন।

Atal Bihari Vajpayee: প্রধানমন্ত্রী থাকাকালীনই রাষ্ট্রপতির হওয়ার পরামর্শ শুনে কী বলেছিলেন বাজপেয়ী? সামনে এল তথ্য
অটল বিহারী বাজপেয়ী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 9:39 PM

নয়া দিল্লি: ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েই রাষ্ট্রপতি হওয়ার পরামর্শ পেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। BJP দলেরই অনেকে তাঁকে রাষ্ট্রপতি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, সেটা মানেননি অটল বিহারী বাজপেয়ী স্বয়ং। তাঁর মনে হয়েছিল, এই ধরনের পদক্ষেপ ‘ভারতের সংসদীয় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং ভবিষ্যতের নেতাদের জন্য একটি বিপজ্জনক উদাহরণ’ তৈরি করবে। নিজের লেখা বইয়ে এমনই তথ্য তুলে ধরেছেন অটল বিহারী বাজপেয়ীর মিডিয়া উপদেষ্টা অশোক ট্যান্ডন।

১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মিডিয়া উপদেষ্টা ছিলেন অশোক ট্যান্ডন। তিনি প্রধানমন্ত্রী বাজপেয়ী জমানার বিভিন্ন বিষয় নিয়ে একটি বই লিখেছেন। বইটির নাম, ‘দ্য রিভার্স সুইং: কলোনিয়ালিজম টু কো–অপারেশন’। সেই বইয়ে অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবের কথা জানান ট্যান্ডান। যদিও দলের কারা বাজপেয়ীকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তা স্পষ্ট করেননি তিনি। তবে বাজপেয়ীর ভাবনা তুলে ধরে তিনি বইতে উল্লেখ করেছেন, “সক্রিয় প্রধানমন্ত্রীর পদ থেকে রাষ্ট্রপতি হওয়া ভারতীয় গণতান্ত্রিক কাঠামোর বিরোধী ভাবনা বলে মনে করতেন বাজপেয়ী। কারণ, রাষ্ট্রপতি কেবল ক্ষমতার আলঙ্কারিক পদ। সক্রিয় প্রধানমন্ত্রী সেই পদে বসলে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে। সেক্ষেত্রে দেশে রাষ্ট্রপতিকেন্দ্রিক শাসনব্যবস্থা গড়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাজপেয়ী।”

নিজে রাষ্ট্রপতি পদে না বসলেও আব্দুল কালামকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বাজপেয়ীরই ছিল বলে জানিয়েছেন অশোক ট্যান্ডন। তিনি জানান,  বাজপেয়ীই রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করেন। যদিও এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে পছন্দ লালকৃষ্ণ আডবাণী ছিলেন বলেও উল্লেখ করেছেন ট্যান্ডন। তিনি বলেন, “আমি মনে করতে পারি, বাজপেয়ীর সঙ্গে দেখা করতে এসেছিলেন সনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায় ও মনমোহন সিং। সকলকে অবাক করে বাজপেয়ী সেদিনই প্রথম আনুষ্ঠানিকভাবে এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে কালামের নাম প্রস্তাব করেন। যা শুনে সেই কক্ষে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। তারপর নীরবতা ভেঙে সনিয়া গান্ধী বলেন, আপনার পছন্দে আমরা হতবাক। আমাদের অন্য কোনও নাম নেই, অবশ্যই কালামকে সমর্থন করব। তবে দলের সঙ্গে আলোচনা করে আমরা তা আনুষ্ঠানিকভাবে আপনাকে পরে জানাব।”

অটল বিহারী বাজপেয়ী যে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেকথা ২০০৪ সালে প্রাক্তন উপ-রাষ্ট্রপতি তথা বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডুও জানিয়েছিলেন। তিনিও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী নিজে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব খারিজ করে দেন।