Manipur horror: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় চার্জশিট দিল সিবিআই, রেহাই নেই নাবালক অভিযুক্তের
CBI: প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্তভার আগেই নিয়েছিল সিবিআই। আজ, সোমবার সেই ঘটনায় চার্জশিট পেশ করল। গুয়াহাটিতে স্পেশাল সিবিআই আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় অভিযুক্ত ৬ জনের নামই চার্জশিটে দিয়েছে CBI। রেহাই পায়নি নাবালক অভিযুক্তও।
ইম্ফল: শান্ত হচ্ছে মণিপুর (Manipur)। তবে কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে মহিলাদের উপর যে নির্যাতন চলেছে, তার রেশ এখনও বিদ্যমান। প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্তভার আগেই নিয়েছিল সিবিআই। আজ, সোমবার সেই ঘটনায় চার্জশিট পেশ করল। গুয়াহাটিতে স্পেশাল সিবিআই আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় অভিযুক্ত ৬ জনের নামই চার্জশিটে দিয়েছে CBI। রেহাই পায়নি নাবালক অভিযুক্তও। চাইল্ড ইন কনফ্লিক্ট (CCL)-এ নাম রয়েছে ওই নাবালকের।
প্রসঙ্গত, গত মে মাস থেকে কুকি ও মেইতি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। দু-পক্ষের সংঘর্ষে অনেকের মৃত্যু হয়। ঘরছাড়া হয় বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় কারফিউ জারি করে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। দু-পক্ষের কাছে শান্তির আবেদন জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত ৪ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, দুই মহিলাকে বিবস্ত্র করে গ্রামে হাঁটাচ্ছে একদল উন্মত্ত যুবক। যা নিয়ে ফের অশান্ত হয়ে ওঠে মণিপুর। অন্যদিকে, এই ভিডিয়োর নিন্দায় সরব হয় গোটা দেশ। দোষীরা কেউ ছাড় পাবে না বলে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাটিকে লজ্জাজনক ও গ্রহণীয় নয় বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়। দোষীরা কঠোরতম শাস্তি পাবে বলে আশ্বাস দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। এর দু-দিনের মধ্যেই গ্রেফতার হয় ৬ অভিযুক্ত। তবে এই ঘটনার জেরে সংসদের বাদল অধিবেশনও উত্তাল হয়ে ওঠে। অবশেষে গত জুলাইয়ে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তের দায়িত্বভার নেওয়ার পর এদিন চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।