Badlapur Case: ‘বেটিদের বাঁচাতে বেটাদের পড়াও…’, বড় সুপারিশ হাইকোর্টের

Badlapur Case: মঙ্গলবার (৩ সেপ্টেম্বর), এই মামলার তদন্তের গতি-প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল বম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট বলছে, তদন্ত অবশ্যই "আঁটসাঁট, সঠিক এবং আপসহীন" হতে হবে। একই সঙ্গে সমাজে সংবেদনশীলতার প্রয়োজনের উপর জোর দিয়ে আদালত বলেছে, “আমাদের অবশ্যই ছেলেদের শিক্ষিত করার দিকে নজর দিতে হবে। বেটা পড়াও, বেটি বাঁচাও।"

Badlapur Case: 'বেটিদের বাঁচাতে বেটাদের পড়াও...', বড় সুপারিশ হাইকোর্টের
বদলাপুর কাণ্ডে বড় সুপারিশ বম্বে হাইকোর্টেরImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Sep 04, 2024 | 5:12 PM

মুম্বই: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের পাশাপাশি ন্যক্কারজনক এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বদলাপুরেও। এক বেসরকারি স্কুলের দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলেরই এক পরিচারকের বিরুদ্ধে। আরজি করের মতোই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের পরিচালন পরিষদের বিরুদ্ধেও। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর), এই মামলার তদন্তের গতি-প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল বম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট বলছে, তদন্ত অবশ্যই “আঁটসাঁট, সঠিক এবং আপসহীন” হতে হবে। একই সঙ্গে সমাজে সংবেদনশীলতার প্রয়োজনের উপর জোর দিয়ে আদালত বলেছে, “আমাদের অবশ্যই ছেলেদের শিক্ষিত করার দিকে নজর দিতে হবে। বেটা পড়াও, বেটি বাঁচাও।”

এই ঘটনার প্রেক্ষিতে একটি জলস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বম্বে হাইকোর্টে। মঙ্গলবার, বিচারপতি রেবতী মোহিতে-দেরে এবং পৃথ্বীরাজ কে চভনের ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ, অবসরপ্রাপ্ত বিচারপতি সাধন যাদব বা শালিনী ফাঁসালকর-জোশীর নেতৃত্বে একটি রাজ্য স্তরের কমিটি গঠনের পরামর্শ দিয়েছে। এই কমিটিই শিশুদের নিরাপত্তার তত্ত্বাবধান করবে। কমিটিতে, প্রাক্তন আইপিএস অফিসার মিরান বোরওয়াঙ্করকেও রাখার সুপারিশ করেছে হাইকোর্ট।

এই জঘন্য ঘটনার তদন্তের জন্য মহারাষ্ট্র পুলিশ এক বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করেছে। মূল অভিযুক্তকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছিল। তবে, এসআইটির তদন্তে আঙুল উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও। তারা সময়মতো ঘটনাটির রিপোর্ট করেননি বলে জানিয়েছে এসআইটি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা এফআইআর দায়ের করলেও, এখনও পর্যন্ত তাদের কাউকেই গ্রেফতার করা যায়নি। তারা সকলেই নাকি পলাতক।

উচ্চ আদালত স্পষ্ট জানায়, তদন্ত সঠিক পথে চলছে কিনা, তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই তদন্তের সঙ্গে আপস করা যাবে না। জনসাধারণের চাপ আছে মেনেও, আদালত বলেছে, এই ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো না করে ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে হবে। পলাতক আসামিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। তারা আগাম জামিনের আবেদন করেছে কিনা, তাও জানতে চাওয়া হয়।

শুনানিতে, সরকারের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল বীরেন্দ্র সরফ। তিনি জানান. এসআইটি শনাক্তকরণ প্যারেড পরিচালনা করেছে এবং নির্যাতিতা ও অভিযুক্তদের মেডিক্যাল নমুনার বিষয়ে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টও তৈরি করিয়েছে। এছাড়া, প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ এবং কল ডাটা রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে এবং নির্যাতিতাদের জন্মের শংসাপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ হলেই চার্জশিট দাখিল করা হবে। তিনি আদালতকে আশ্বস্ত করেন, পলাতক আসামিদের খুঁজে বের করার জন্য সমস্ত প্রকারের চেষ্টা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না। বদলাপুরের ঘটনার পর শিশুদের নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ করেছে রাজ্যের শিক্ষা দফতরও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)