VIDEO: আকাশে উড়ছেন হনুমান! দেখে অবাক নেটিজেনরা
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রচুর মানুষ জড়ো হয়ে রয়েছেন। এর পর ওড়া শুরু করলেন বজরংবলী। তবে এটি বজরংবলীর একটি মূর্তি। ওই মূর্তির গায়ে লাগানো হয়েছে একাধিক ড্রোন। ড্রোন পরিচালনার মাধ্যমেই উড়ছেন পবনপুত্র। এই দেখেই সেখানে উপস্থিত জনতা উল্লসিত হয়েছেন।
নয়াদিল্লি: পবনপুত্র হনুমানের বীরত্বের কাহিনি কথিত আছে রামায়নে। লক্ষ্মণের প্রাণ বাঁচাতে গন্ধমাদন পর্বত কাঁধে করে উড়িয়ে আনার গল্পও এ দেশে কম প্রচলিত নয়। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বজরংবলীকে উড়তে। শূন্যে হাত রেখে উড়ছেন বজরংবলী। ঠিক যেমনটা দেখা যায়, বিভিন্ন সিমেনার দৃশ্যে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রচুর মানুষ জড়ো হয়ে রয়েছেন। এর পর ওড়া শুরু করলেন বজরংবলী। তবে এটি বজরংবলীর একটি মূর্তি। ওই মূর্তির গায়ে লাগানো হয়েছে একাধিক ড্রোন। ড্রোন পরিচালনার মাধ্যমেই উড়ছেন পবনপুত্র। এই দেখেই সেখানে উপস্থিত জনতা উল্লসিত হয়েছেন।
Ek Dronacharya thhe, ab Dronanjani putr Hanuman ji bhi. Jai Bajrang Bali! pic.twitter.com/kBYQHP5dd2
— AristocRatty (@YearOfRat) October 26, 2023
তবে কোথায় এই ঘটনা ঘটেছে তা অবশ্য জানা যায়নি। কবে এই ভিডিয়ো তোলা হয়েছে তাও জানা যায়নি। কারা ড্রোনের মাধ্যমে এই ব্যবস্থাপনা করেছেন সে বিষয়েও বিস্তারিত তথ্য অমিল। তবে এই ভিডিয়ো গত কয়েক দিন ধরে হিট সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তা শেয়ার করার পাশাপাশি বজরংবলীর বীরত্বের কাহিনিতে মেতেছেন।