Loudspeaker Ban: ধর্মীয় এবং পাবলিক প্লেসে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা! শপথ নিয়েই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

২০০৫ সালে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের উল্লেখ করে মধ্য প্রদেশ সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ইন্ড্রাস্ট্রিয়াল এলাকায় দিনে শব্দের সর্বোচ্চ মাত্রা ৭৫ ডেসিবল এবং রাতে ৭০ ডেসিবল। কমার্শিয়াল এলাকায় তা যথাক্রমে ৬৫ এবং ৫৫ ডেসিবলের মধ্যে থাকতে হবে। রেসিডেন্সিয়াল এলাকায় দিন ৫৫ ডেসিবল এবং রাতে ৪৫ ডেসিবলের মধ্যে থাকতে হবে।

Loudspeaker Ban: ধর্মীয় এবং পাবলিক প্লেসে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা! শপথ নিয়েই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 9:44 PM

ভোপাল: মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন মোহন যাদব। ধর্মীয় স্থান এবং পাবলিক প্লেসে লাউডস্পিকার বাজানোর উপর নিষেধাজ্ঞার কথা বুধবার ঘোষণা করেছেন তিনি। মধ্য প্রদেশের স্বরাষ্ট্র দফতরের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, “উচ্চ শব্দের লাউডস্পিকার এবং সাউন্ড অ্যামপ্লিফাইং ডিভাইস অনুমতি না নিয়ে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।” শব্দদূষণ রোধেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

২০০৫ সালে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের উল্লেখ করে মধ্য প্রদেশ সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ইন্ড্রাস্ট্রিয়াল এলাকায় দিনে শব্দের সর্বোচ্চ মাত্রা ৭৫ ডেসিবল এবং রাতে ৭০ ডেসিবল। কমার্শিয়াল এলাকায় তা যথাক্রমে ৬৫ এবং ৫৫ ডেসিবলের মধ্যে থাকতে হবে। রেসিডেন্সিয়াল এলাকায় দিন ৫৫ ডেসিবল এবং রাতে ৪৫ ডেসিবলের মধ্যে থাকতে হবে।

এর পাশাপাশি ফ্লাইং স্কোয়াড গড়ার সিদ্ধান্তও নিয়েছে মধ্য প্রদেশের বিজেপি সরকার। শব্দ দূষণের উপর নজরদারির জন্য এই স্কোয়াড গঠন করা হবে। সরকারি নির্দেশ অমান্য করে কেউ যাতে ডিজে, লাউডস্পিকার বাজাতে না পারে সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এ নিয়ে ৩২ ডিসেম্বরের মধ্যে একটি রিপোর্টও জমা দিতে হবে।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন যাদব। ৫৮ বছরের এই বিজেপি নেতা উজ্জয়িনী দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।