Bank Holidays In April 2022 : দু’টি লম্বা উইকেন্ডস, টানা ছুটিতে এপ্রিলে অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখুন তালিকা

Bank Holidays In April : এপ্রিল মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সাপ্তাহিক ছুটির দিন বাদে এই অতিরিক্ত ৯ দিন বন্ধ থাকবে।

Bank Holidays In April 2022 : দু’টি লম্বা উইকেন্ডস, টানা ছুটিতে এপ্রিলে অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখুন তালিকা
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 11:50 PM

 নয়া দিল্লি : এপ্রিল মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সাপ্তাহিক ছুটির দিন বাদে এই অতিরিক্ত ৯ দিন বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রকাশিত ছুটির তালিকা থেকেই জানা গিয়েছে এই তথ্য। এই ছুটির তালিকায় রয়েছে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার তো ব্যাঙ্ক বন্ধ থাকছেই। নতুন আর্থিক বর্ষের প্রথম দিন হল ১ এপ্রিল। নতুন আর্থিক বর্ষের প্রথম দিনই মাসের প্রথম ছুটির দিন।

২০২২ আর্থিক বর্ষের এপ্রিলে ব্যাঙ্ক ছুটির দিনগুলি :

১ এপ্রিল : নয়া অর্থবর্ষের প্রথমদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পুরোনো হিসেব নিকেশ সব মেটানোর জন্য প্রতিবছর ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে শুধুমাত্র আইজল, চণ্ডীগড়, শিলং এবং সিমলায় এদিন ব্যাঙ্ক খোলা থাকবে।

২ এপ্রিল : বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে গুড়ি পাদওয়া/উগাদি উৎসব/১ম নবরাত্র/তেলেগু নববর্ষের দিন/সাজিবু নংমাপানবা (চেরাওবা) এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৪ এপ্রিল: সরহুল উপলক্ষে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ এপ্রিল : বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/বৈশাখী/তামিল নববর্ষ দিবস/চেরাওবা/বিজু উৎসব/বোহাগ বিহুর জন্য দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে শিলং এবং সিমলায় ব্যাঙ্ক খোলা থাকবে।

১৫ এপ্রিল : গুড ফ্রাইডে/বাঙালি নববর্ষ দিবস (নববর্ষ)/হিমাচল দিবস/বিশু/বোহাগ বিহু উপলক্ষে দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ এপ্রিল : বোহাগ বিহুর প্রাক্কালে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২১ এপ্রিল : গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৯ এপ্রিল : শব-ই-কদর/জুমাত-উল-বিদার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন : Vivek Agnihotri At Yogi’s Oath : যোগীর শপথেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আঁচ, আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বড় চমক

আরও পড়ুন : Chinese Foreign Minister : OIC-র মঞ্চে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে পা চিনা বিদেশমন্ত্রীর, লক্ষ্য বরফ গলানো?