ঝুপড়ি থেকে উদ্ধার নগদ আড়াই লাখ, সবার সন্দেহ মিথ্যে করে অন্য গল্প শোনালেন ভিখারিনী

প্রতিদিনের নিয়মে তিনি ভিক্ষা করে চলেছেন। টাকা (Mony) জমতে জমতে তা যে আড়াই লক্ষকেও ছাড়িয়ে গিয়েছে সে কথা যেন খেয়াল নেই বৃদ্ধারও।

ঝুপড়ি থেকে উদ্ধার নগদ আড়াই লাখ, সবার সন্দেহ মিথ্যে করে অন্য গল্প শোনালেন ভিখারিনী
বৃদ্ধার সঞ্চয়
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 11:10 PM

শ্রীনগর: এ গল্প যেন রূপকথাকেও হার মানায়। টাকার জন্য মানুষ কী না করতে পারে। অনেকের আবার টকার পেছনে ছুটেই দিন চলে যায়। তবে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) এক ব্যতিক্রমী ঘটনা। ৬৫ বছরের এক বৃদ্ধা ভিখারিনীর (Beggar) কাছ থেকে পাওয়া গেল আড়াই লক্ষেরও বেশি টাকা। এই টাকাই তাঁর সারা জীবনের সঞ্চয়।

দিন কয়েক আগে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় শহরকে পরিচ্ছন্ন করা হবে এবং পথবাসীদের জন্য ভাল বাসস্থানের ব্যবস্থা করবে সরকার। সেই অনুযায়ী শহরের বিভিন্ন জায়গা পরিষ্কারের জন্য পাঠানো হয় সরকারি কর্মীদের। স্থানীয় এক পশু চিকিৎসা কেন্দ্রের সামনেই ঘটনাটি ঘটে। সেখানেই ফুটপাথে বহুদিন ধরে থাকেন এক ভিখারিনী বৃদ্ধা।

তাঁর এতদিনের বসবাসের জায়গাটি পরিচ্ছন্ন করার সময় তিনটি প্লাস্টিকের বাক্স নজরে আসে সাফাইকর্মীদের। সেই বাক্সগুলো খুলতেই গুচ্ছ গুচ্ছ টাকার সন্ধান মেলে। এমন দৃশ্যে রীতিমতো তাজ্জব বনে যান সরকারি কর্মীরা। তখনই প্রশাসনের কর্তাদের বিষয়টি জানানো হয়। প্রথমে সন্দেহ কারা হয় এত নগদ টাকা তাঁর কাছে কীভাবে এল? ভিক্ষাই তার পেশা। হাতে নগদ আড়াই লাখ টাকা থাকলেও ভিখারিনীর জীবনে কোনও চাহিদা নেই। প্রতিদিনের নিয়মে তিনি ভিক্ষা করে চলেছেন। টাকা জমতে জমতে তা যে আড়াই লক্ষকেও ছাড়িয়ে গিয়েছে সে কথা যেন খেয়াল নেই বৃদ্ধারও।

ঘটনাস্থল থেকে মোট ২ লাখ ৫৮ হাজার ৫০৭ টাকা উদ্ধার করা হয়েছে। এরপর বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে প্রশাসনের কর্তারা জানতে পারেন সমস্ত টাকা ওই ভিখারিনীর সারা জীবনের সঞ্চয়। স্থানীয় এলাকায় কয়েক দশক ধরে ভিক্ষাবৃত্তি করে এত টকা জমিয়েছেন তিনি। এরপর পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, বৃদ্ধা ভিখারিনী একজন সৎ মানুষ। সমস্ত টাকা তাঁর নিজের বলেই মনে করেন স্থানীয় মানুষেরা। তারা আরও জানান, কোনও খারাপ ঘটনার সঙ্গে ওই বৃদ্ধার সংযোগ নেই।

আরও পড়ুন: সরকারি কর্মীদের মাথায় হাত, ভ্যাকসিন না নিলে বন্ধ বেতন