Chandrashekhar Azad: যোগী রাজ্যে ভীম সেনা প্রধানকে লক্ষ্য করে গুলি, বেরিয়ে গেল কোমর ছুঁয়ে
Chandrashekhar Azad shot at: অল্পের জন্য রক্ষা পেলেন ভীম সেনার সভাপতি চন্দ্রশেখর আজাদ। উত্তর প্রদেশের সাহারানপুরে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়, তাঁর কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।
লখনউ: অল্পের জন্য রক্ষা পেলেন ভীম সেনার সভাপতি চন্দ্রশেখর আজাদ। বুধবার (২৮ জুন), উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়িতে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। সূত্রের খবর, আজাদকে লক্ষ্য করে অন্তত দুটি গুলি ছোড়া হয়। একটি গুলি আজাদের কোমর ঘষে বেরিয়ে গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসএসপি বিপিন টাডা বলেছেন, “চন্দ্রশেখর আজাদের কনভয়ে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী গুলি চালিয়েছে। একটি গুলি তাঁকে ছুঁয়ে চলে গিয়েছে। তিনি ঠিক আছেন, তাঁকে চিকিৎসার জন্য সিএইচসিতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।”
VIDEO | Police officials talk to Bhim Army chief Chandrashekhar Azad at a hospital in UP’s Saharanpur, where he is undergoing treatment after being hit by a bullet shell on his back during an attack on his convoy earlier today. Azad’s injury is not serious as the bullet grazed… pic.twitter.com/i6kltbWtuV
— Press Trust of India (@PTI_News) June 28, 2023
Chandrashekhar Azad, the chief of the Bhim Army, was attacked at by unidentified men on Wednesday in Uttar Pradesh’s Saharanpur. According tp reports He was rushed to a nearby hospital. pic.twitter.com/p5gbvhKnJt
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) June 28, 2023
ভীম সেনার পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আজাদের গুলি লাগার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন স্থানীয় আরএলডি বিধায়ক মদন ভাইয়া। ঘটনার কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেইসব ছবি-ভিডিয়োতে দেখা গিয়েছে, চন্দ্রশেখর আজাদের গাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। গাড়ির দরজায় বুলেটের গভীর দাগ রয়েছে। সামনের আসনেও রয়েছে বুলেটের ফুটো। এসএসপি বিপিন টাডা জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে এসেছিল। গাড়িটিতে হরিয়ানা লাইসেন্স প্লেট ছিল। আজাদের কনভয় লক্ষ্য করে গুলি ছুড়েই তারা পালিয়ে যায়। এদিন সাহারানপুরে ভীম সেনার এক কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিয়ে ফিরছিলেন চন্দ্রশেখর আজাদ।
গুলি লাগার পর চন্দ্রশেখর আজাদকে একটি খাটিয়ার উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁর কোমরের কাছে রয়েছে গুলি ঘষে যাওয়ার রক্তের দাগ।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।