Arvind Kejriwal: INDIA-কে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্জাব-চণ্ডীগঢ়ে একাই লড়ার ঘোষণা কেজরীবালের

Aam Aadmi Party: পঞ্জাবে ঘর ঘর রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়েই লোকসভা নির্বাচনে একা লড়াই করার কথা জানান কেজরীবাল। এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, "পঞ্জাবের ১৩টি আসনেই একা লড়বে আম আদমি পার্টি। চণ্ডীগঢ়েও একটি আসনে প্রার্থী দেবে আপ।"

Arvind Kejriwal: INDIA-কে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্জাব-চণ্ডীগঢ়ে একাই লড়ার ঘোষণা কেজরীবালের
বড় ঘোষণা অরবিন্দ কেজরীবালের।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Feb 10, 2024 | 4:00 PM

নয়া দিল্লি: কীসের জোট? ‘ইন্ডিয়া’কে তোয়াক্কা না করেই পঞ্জাব ও চণ্ডীগঢ়ে একাই লড়ার ঘোষণা করল আম আদমি পার্টি। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো জানান, পঞ্জাবে ইন্ডিয়ার জোটের সঙ্গে কোনও আসন ভাগাভাগি করা হবে না। একাই লড়বে শাসক দল আম আদমি পার্টি। একইভাবে চণ্ডীগঢ়েও একাই লড়বে আপ। লোকসভা ভোটের মুখেই আম আদমি পার্টির এই ঘোষণায় কার্যতই বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট।

পঞ্জাবে ঘর ঘর রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়েই লোকসভা নির্বাচনে একা লড়াই করার কথা জানান কেজরীবাল। এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, “পঞ্জাবের ১৩টি আসনেই একা লড়বে আম আদমি পার্টি। চণ্ডীগঢ়েও একটি আসনে প্রার্থী দেবে আপ।”

বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে নির্বাচিত করার জন্য পঞ্জাবের জনগণকে ধন্যবাদ জানিয়ে আপ সুপ্রিমো বলেন, “আজ থেকে ২ বছর আগে আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন। ১১৭টি আসনের মধ্যে ৫২টি আসনেই জয়ী করেছিলেন আমাদের। পঞ্জাবে ইতিহাস তৈরি করেছিলেন। আজ আপনাদের কাছে হাতজোড় করে আরেকবার আশীর্বাদ চাইছি। দুই মাস পর লোকসভা নির্বাচন রয়েছে। পঞ্জাবে ১৩টি আসন রয়েছে, চণ্ডীগঢ়ে ১টি আসন রয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে আম আদমি পার্টি এই ১৪ আসনেই প্রার্থী ঘোষণা করবে। আপনাদের কাছে অনুরোধ, ২ বছর আগে আমরা যেমন আশীর্বাদ দিয়েছিলেন, তেমনই এই ১৪টি আসনেও আশীর্বাদ দিতে হবে। ১৪ টি আসনেই জয়ী করতে হবে আপকে, ঝাড়ু চিহ্নে ভোট দিন।  আপনারা আমাদের হাত যত শক্ত করবেন, ততই আমরা আপনাদের জন্য আরও কাজ করতে পারব। “