Nitish Kumar: ‘কংগ্রেসের সিগন্যালের অপেক্ষা করছি’, বিজেপির বিজয়রথ রুখতে বিরোধীদের একজোট করতে মরিয়া নীতীশ
Lok Sabha Election 2024: অনুষ্ঠানে নীতীশ কুমার বলেন, "গত বছর এনডিএ জোট থেকে বেরিয়ে আসার পরই রাজ্য থেকে বিজেপির পদচিহ্ন নিশ্চিহ্ন হতে শুরু করেছে। জাতীয় স্তরেও এইরকম কিছু একটা করতে হবে আমাদের।"
নয়া দিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপির (BJP) বিজয় রথ রুখতে মরিয়া বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। শনিবার নীতীশ কুমার জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে নজরে রেখে তিনি সমস্ত বিরোধীদের একজোট করতে রাজি। অপেক্ষা করছেন শুধু কংগ্রেসের (Congress) সিগন্যালের। যদি কংগ্রেস সবুজ সংকেত দেয়, তবে সমস্ত বিরোধীদের এক ছাতার নীচে আনবেন তিনি। আর বিরোধীরা একজোট হলে বিজেপি লোকসভা নির্বাচনে ১০০ আসনও পার করতে পারবে না।
শনিবার ন্যাশনাল কনভেনশন অব দ্য সিপিআই(এমএল) লিবারেশনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে জেডি(ইউ) নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআই(এমএল) লিবারেশনের সেক্রেটারি জেনারেল দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে নীতীশ কুমার বলেন, “গত বছর এনডিএ জোট থেকে বেরিয়ে আসার পরই রাজ্য থেকে বিজেপির পদচিহ্ন নিশ্চিহ্ন হতে শুরু করেছে। জাতীয় স্তরেও এইরকম কিছু একটা করতে হবে আমাদের। আমি সম্প্রতিই সমাধান যাত্রা শেষ করলাম। আমি এবার বিহারের বাইরে যেতে এবং বিরোধীদের একজোট করতে প্রস্তুত। একাধিক বিরোধী দল ইতিমধ্যেই আমায় ফোন করেছে। আমি এখন শুধু কংগ্রেসের সিগন্যালের অপেক্ষা করছি।
নীতীশ কুমার বলেন, “হাম তো তাইয়ার হ্যায়, জান লিজিয়ে আগার হাম সাথ আ গ্যয়ো, ইয়ে লোগ ১০০ ক্রস নেগি করেঙ্গে। ফ্যায়সালা আপকো লেনা হ্যায়। (আমি তো তৈরিই রয়েছি। জেনে রাখুন, যদি আপনার একজোট হই, তবে বিজেপি ১০০ আসনও পার করতে পারবে না। এবার আপনাদের উপরে নির্ভর করছে। কংগ্রেস সিদ্ধান্ত নিক।”
তেজস্বী যাদবও নীতীশ কুমারের সুরেই বলেন, “কংগ্রেসকে দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সকলকে বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে।”