Bihar Hooch Tragedy: বিষমদ কাণ্ডে বিজেপিকে নিশানা করতে পশ্চিমবঙ্গের উদাহরণ টানলেন নীতীশ
Nitish Kumar: বিরোধী দল বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "যে রাজ্যে ব্রিজ ভেঙে পড়ে, সেখানে একটা খবর ছাপানোর পর সেই সংক্রান্ত আর কোনও সংবাদ প্রকাশিত হয় না। যখন একই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটল, তখন তা নিয়ে দিনের পর দিন কাটাছেঁড়া করা হল।"
পটনা: রাজ্যে মদ নিষিদ্ধ, কিন্তু গোপনে দেদার বিক্রি হচ্ছে। আর তার জেরেই ভয়ঙ্কর আকার নিয়েছে বিষমদ কাণ্ড। বিহারের সরণ জেলার ছাপড়ায় বিষমদ খেয়ে এখনও অবধি ৭৫ জনের মৃত্যু হয়েছে। মদ নিষিদ্ধ হওয়ার পর বিষমদ খেয়ে এটাই সবথেকে বড় মৃত্যুর ঘটনা। উল্লেখ্য, ২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন। শুক্রবারই বিহার বিধানসভায় দাঁড়িয়ে বিষমদ কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, বিষমদ খেয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। অন্যদিকে, মদের উপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে শিথিলতার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি বিক্ষোভ দেখায়।
শুক্রবারই বিহারের বিধানসভার অধিবেশনে বিষমদ কাণ্ড নিয়ে সরব হয় বিজেপি। সরকারের তরফে সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বললে, “আইন আসার আগে বিহারে যত সংখ্যক মানুষ মদ্যপান করতেন, আইন আনার পর সেই সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। যে রাজ্যগুলিতে মদের উপরে নিষেধাজ্ঞা নেই, সেখানে বিষমদে মৃত্যুর সংখ্যা বিহারের তুলনায় অনেক বেশি। ছাপড়ায় যাদের বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে, তাদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।”
নীতীশ কুমার আরও যোগ করে বলেন, “কোথায় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি? মধ্য প্রদেশ তালিকায় শীর্ষে রয়েছে। হরিয়ানা, উত্তর প্রদেশ সর্বত্রই একই ঘটনা ঘটছে। যখন তারা বিষমদ খেয়ে মারা যান, আমরা বলি যে মদ খেলে মৃত্যু হবে। যখন অন্য রাজ্যে বিষমদে মৃত্যু হয়, তখন আপনারা সেই খবর ছাপান না কেন? যদি কেউ মদের সমর্থনে কথা বলেন, আমি অবশ্যই বিরোধিতা করব। এটা কারোর জন্যই ভাল হবে না।”
বিরোধী দল বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “যে রাজ্যে ব্রিজ ভেঙে পড়ে, সেখানে একটা খবর ছাপানোর পর সেই সংক্রান্ত আর কোনও সংবাদ প্রকাশিত হয় না। যখন একই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটল, তখন তা নিয়ে দিনের পর দিন কাটাছেঁড়া করা হল। আমরা আরও বেশি বেশি করে বলব, মদ খেলে মৃত্যু হবেই। যদি কেউ মদ খেয়ে মারা যান, তাহলে আমরা কি তাদের ক্ষতিপূরণ দেব? কখনওই না।”
উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবারই বিহারের ছাপড়া জেলায় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে আসে। বৃহস্পতিবার ৫০ জনের মৃত্যুর খবর মেলে, শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে ৬৫-তে পৌঁছয়। শেষ খবর অনুযায়ী, এখনও অবধি কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তিনি বলেছিলেন, “যে মদ খাবে, সে তো মরবেই…উদাহরণ আপনাদের সামনে রয়েছে। মদ খেলে মরবেনই।” বিধানসভায় বিরোধী দল বিজেপি বিক্ষোভ দেখানোয়, প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, “আপনারা মদ্যপ।”