Bihar Stampede: নবমীতে প্যান্ডেলে উপচে পড়া ভিড়, পদপিষ্ট হয়ে মৃত শিশু সহ ৩
Durga Puja 2023: গোপালগঞ্জের পুলিশ সুপার বলেন, "সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজা দল পুজো মণ্ডপের গেটের মুখে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড়ের চাপে একটি শিশু কোল থেকে পড়ে যায়। তাঁকে মাড়িয়ে দিয়ে চলে যান আগত দর্শনার্থীরা। দুই মহিলা ওই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ভিড়ের চাপে তাঁরাও পদপিষ্ট হন।"
পটনা: দুর্গা ঠাকুর দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। প্যান্ডেলের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশু ও দুই মহিলার। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের একটি দুর্গা মণ্ডপে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার, নবমীর রাতে গোপালগঞ্জের রাজা দল দুর্গাপুজো প্যান্ডেলে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে। দুর্গাপুজোর নবমী ও নবরাত্রি হওয়ায় বিপুল জনজোয়ার হয়েছিল, কিন্তু প্যান্ডেলে ভিড় সামাল দেওয়ার জন্য কোনও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। অব্য়বস্থার জেরেই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
#WATCH | Bihar | Three people including two women and a child were killed during a stampede in a puja pandal in Gopalganj. The injured were shifted to a hospital. (23.10) pic.twitter.com/EbZp3RKM3B
— ANI (@ANI) October 23, 2023
সংবাদসংস্থা এএনআই-কে গোপালগঞ্জের পুলিশ সুপার বলেন, “সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজা দল পুজো মণ্ডপের গেটের মুখে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড়ের চাপে একটি শিশু কোল থেকে পড়ে যায়। তাঁকে মাড়িয়ে দিয়ে চলে যান আগত দর্শনার্থীরা। দুই মহিলা ওই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ভিড়ের চাপে তাঁরাও পদপিষ্ট হন। অত্যাধিক ভিড় ও পদপিষ্ট হওয়ায় তাদের দমবন্ধ হয়ে আসে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়। পদপিষ্ট হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”
গোপালগঞ্জের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী বলেন, “রাজ্যজুড়ে অনেক দুর্গাপুজো হচ্ছে। একটি মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। একটি শিশু ভিড়ের চাপে পড়ে গিয়েছিল, তাঁকে তুলতে গিয়ে আরও দুই মহিলা পদপিষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।”