Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tomato: জন্মদিনে টম্যাটো উপহার দিলেন আত্মীয়রা, বেনজির ঘটনার সাক্ষী মহারাষ্ট্র

Birthday Gift: এক তরুণী জন্মদিনের কেক কাটছেন। সেই সময় তাঁকে জন্মদিনের উপহার হিসাবে এক প্যাকেট টম্যাটো উপহার দিচ্ছেন তাঁর আত্মীয়রা।

Tomato: জন্মদিনে টম্যাটো উপহার দিলেন আত্মীয়রা, বেনজির ঘটনার সাক্ষী মহারাষ্ট্র
মহার্ঘ্য টম্যাটো।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 7:14 AM

মুম্বই: জন্মদিনে কেক, মিষ্টি থেকে নানান জিনিস উপহার দেওয়ার কথা শোনা যায়। পোশাক, অলঙ্কার বা পছন্দের সামগ্রীও অনেকে দেন। কিন্তু, জন্মদিনের উপহার হিসাবে টম্যাটো (Tomato) দেওয়ার কথা কখনও শুনেছেন? অবাক লাগছে! সম্প্রতি এমনই মুহূর্তের সাক্ষী হয়েছেন সোনাল বোরষে। মহারাষ্ট্রের (Maharashtra) কল্যাণের কোচারি এলাকার বাসিন্দা সোনাল জন্মদিনে ৪ কেজি টম্যাটো উপহার পেয়েছেন।‌ আর সেই মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োতে ঠিক কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তরুণী জন্মদিনের কেক কাটছেন। সেই সময় তাঁকে জন্মদিনের উপহার হিসাবে এক প্যাকেট টম্যাটো উপহার দিচ্ছেন তাঁর আত্মীয়রা।

গত রবিবার কোচারির তরুণী সোনাল বোরষের জন্মদিন ছিল। সেই উপলক্ষে তাঁর কাকা, কাকিমা এবং ভাই মিলে ৪ কেজি টম্যাটো উপহার দিয়েছেন।‌ বেনজির এই উপহার পেয়ে এতটুকু ক্ষুণ্ন নন সোনাল। বরং সোনার মতো মহার্ঘ ৪ কেজি টম্যাটো উপহার পেয়ে উৎফুল্ল। সোনালের কথায়, এরকম উপহার পেয়ে আমি খুব খুশি।

আর খুশি হবেন না কেন! যেখানে টম্যাটো ২০ টাকা কেজি দরে বিক্রি হত, বর্তমানে সেই সবজির দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা কেজি। যা সাধারণ মানুষের পক্ষে এই লাল সবজি কেনা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অথচ, টম্যাটো ছাড়া রান্নায় যেন রং-স্বাদ –কোনটাই আসে না। তাই এই মহার্ঘ এবং প্রয়োজনীয় সামগ্রী উপহার পেলে আনন্দিত হওয়া স্বাভাবিক।

প্রসঙ্গত, সাধারণত নাসিক, পুনে থেকে টম্যাটো মুম্বই সহ অন্যান্য রাজ্যে সরবরাহ হয়। কিন্তু, সাইক্লোন ‘বিপর্যয়’-এর জেরে এবছর টম্যাটো উৎপাদন হয়নি। ফলে আকাশছোঁয়া দাম হয়েছে গৃহস্থের নিত্যপ্রয়োজনীয় এই সবজির। কেবল মুম্বই বা মহারাষ্ট্র নয়, গোটা দেশেই টম্যাটোর আগুন-দাম। উত্তরাখণ্ড, হিমাচলে তো টম্যাটো ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কর্নাটক, তামিলনাডুতেও এই ছোট্ট লাল ফসলের দাম উঠেছে কেজি প্রতি ১৩০-১৪০ টাকা। অনেক জায়গায় টম্যাটো লুঠের ঘটনাও ঘটেছে। আবার কোথাও কোথাও অনেক বিক্রেতা ক্রেতা টানতে তাঁদের পণ্যের সঙ্গে ১-২ কেজি টম্যাটো ফ্রি দিচ্ছেন। এরকম অফারে ক্রেতা কিছুটা বেড়েছে বলেও তাঁদের দাবি।‌