Video: ন্যায় যাত্রায় কংগ্রেস সমর্থকদের ‘কুকুরের বিস্কুট’ খেতে দিলেন রাহুল গান্ধী?

Rahul Gandhi dog biscuit row: ন্যায় যাত্রার সময় সমর্থকদের 'কুকুরের বিস্কুট' খেতে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভিডিয়ো পোস্ট করে গুরুতর অভিযোগ করল বিজেপি। ষদিও পরে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাহুল নিজে। তাঁর অভিযোগ, বিজেপির দাবি সর্বৈব মিথ্যা। ঘটনা আসলে অন্য।

Video: ন্যায় যাত্রায় কংগ্রেস সমর্থকদের 'কুকুরের বিস্কুট' খেতে দিলেন রাহুল গান্ধী?
এই ভিডিয়ো পোস্ট করেই রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 06, 2024 | 4:37 PM

রাঁচি: ভারত জোড়ো ন্যায় যাত্রায়, সমর্থকদের ‘কুকুরের বিস্কুট’ খেতে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী? মঙ্গলবার, যাত্রার এক ভিডিয়ো পোসল্ট করে এই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর দাবি, যাত্রার সময় একটি কুকুরছানাকে বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন রাহুল। কিন্তু, কুকুরটি সেটি খেতে অস্বীকার করার পর, রাহুল ওই একই বিস্কুট এক সমর্থককে খেতে দেন। শুধু, হিমন্তবিশ্ব শর্মা একাই নন, একই অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও। বিজেপি নেতাদের এই অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মুখে, ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন কংগ্রেস নেতা। রাহুলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করেছে। আসল ঘটনা অন্য।

এদিন, ভারত জোড়ো ন্যায় যাত্রার এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়োটি পোস্ট করা হয়। ভিডিয়োতে, ঝাড়খণ্ডের মধ্য দিয়ে ন্যায় যাত্রা চলার সময় একটি কুকুরছানাকে আদর করতে দেখা যায়। ভিডিয়োতে আরও দেখা যায়, রাহুল গান্ধী কুকুরছানাটিকে খাওয়ানোর জন্য একটি বিস্কুটের প্যাকেট চাইছেন। এরপর, তাঁকে দেখা যায়, কুকুরটিকে একটি বিস্কুট দিতে। কুকুরটি সেই বিস্কুট খায়নি। সেই মুহুর্তেই বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে এবং সেলফি তুলতে হাজির হন সেখানে। ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্ট করা ভিডিয়োটিতে এই পর্যন্তই দেখা গেলেও, এর পরের অংশ পোস্ট করেছেন অমিত মালব্য এবং হিমন্তবিশ্ব শর্মা। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কুকুরটি না খাওয়ার পর, ওই একই বিস্কুট রাহুল এক সমর্থকের হাতে তুলে দিচ্ছেন।

এরপরই, রাহুল গান্ধীর বিরুদ্ধে সমর্থকদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করার অভিযোগ তোলে বিজেপি। হিমন্তবিশ্ব শর্মা এক সময় কংগ্রেসেই ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি একজন গর্বিত অহমিয়া এবং ভারতীয়। (কুকুরের বিস্কুট) খেতে অস্বীকার করেই আমি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি।” বস্তুত, হিমন্তবিশ্ব শর্মা এর আগেই রাহুল গান্ধীর বিরুদ্ধে অসমের কংগ্রেস নেতাদের কুকুরের বিস্কুট খাওয়ানোর অভিযোগ করেছিলেন। একাধিকবার তিনি দাবি করেছেন, কংগ্রেসে থাকাকালীন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য অসমের কংগ্রেস নেতাদের সঙ্গে তিনি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন। সেই সময়, রাহুল তাঁর পোষা কুকুর পিডির প্লেট থেকে বিস্কুট তুলে অসমের কংগ্রেস নেতাদের দিয়েছিলেন বলে অভিযোগ করেন অসমের মুখ্যমন্ত্রী। ওই ঘটনা রাহুল গান্ধীর মনোভাবের পরিচয় এবং তাঁর কংগ্রেস থেকে বিদায়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন হিমন্ত বিশ্ব শর্মা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, “কিছুদিন আগে, কংগ্রেস সভাপতি খাড়্গেজি দলের বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। এখন, রাহুল গান্ধী তাঁর সফরের সময় একটি কুকুরকে বিস্কুট খাওয়াতে গিয়ে, কুকুরটি যখন খায়নি, তখন ওই একই বিস্কুট এক কর্মীকে দিলেন। যে দলের সভাপতি এবং যুবরাজ, তাঁদের দলের কর্মীদের সঙ্গে কুকুরের মতো আচরণ করেন, তবে এই জাতীয় দলের গায়েব হয়ে যাওয়া স্বাভাবিক।” বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, এই ঘটনাকে গান্ধী পরিবারের “অভিজাত মানসিকতা”র প্রতিফলন বলেছেন।

তবে, এই বিতর্কে জল ঢেলেছেন খোদ রাহুল। বিজেপির অভিযোগের জবাবে, তিনি জানিয়েছেন, কুকুরটি অত লোক দেখে ভয় পেয়ে যাওয়ায়, তিনি বিস্কুটগুলি কুকুরটির মালিকের হতে দিয়েছিলেন। তিনি বলেছেন, “আমি কুকুরটি এবং তার মালিককে ডেকেছিলাম। কুকুরটি ঘাবড়ে গিয়েছিল, ভয়ে কাঁপছিল। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করলে, কুকুরটি আরও ভয় পেয়ে যায়। তাই আমি কুকুরটির মালিককে বিস্কুটগুলো দিয়েছিলাম। কুকুরটি তাঁর হাত থেকে সেগুলি খেয়েছে। আমি বুঝতে পারছি না, এতে সমস্যা কোথায়? যাকে আমি বিস্কুট দিয়েছিলাম, তিনি কোনও কংগ্রেস কর্মী নন। কুকুরের প্রতি বিজেপির এই আবেশের আমি কারণ বুঝি না।”