PM Narendra Modi’s Birthday: প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে ‘নমো অ্যাপে’ বিজেপির ‘সেবা ভব’ কর্মসূচি
Namo App: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত তাঁর জন্মদিনটি জনগণের সেবায় নিয়োজিত করেন। তাই ভারতীয় জনতা পার্টিও দেশের নাগরিকদের সেবা করার লক্ষ্যে বিশেষ প্রচার শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিনে নমো অ্যাপের মাধ্যমে বিজেপি 'আপনার সেবা ভাব প্রকাশ করুন' কর্মসূচির প্রচার করতে চলেছে।
নয়া দিল্লি: দেশের অন্যতম একটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম হল নরেন্দ্র মোদি অ্যাপ (Narendra Modi App), যা ‘নমো অ্যাপ’ নামে পরিচিত। এককথায়, দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্পর্কিত তথ্যভাণ্ডার হল ‘নমো অ্যাপ’। এটি স্মার্ট ফোনেও পাওয়া যায়। জাতীয় অগ্রগতি এবং উন্নয়নের জন্য বাস্তব প্রচেষ্টা সম্পর্কে জানার অন্যতম শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে NaMo অ্যাপ। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিনে এই নমো অ্যাপের মাধ্যমে বিজেপি ‘আপনার সেবা ভাব প্রকাশ করুন’ কর্মসূচির প্রচার করতে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত জনগণের সেবায় নিয়োজিত করেন নিজের জন্মদিন। তাই ভারতীয় জনতা পার্টিও দেশের নাগরিকদের সেবা করার লক্ষ্যে বিশেষ প্রচার শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে, নমো অ্যাপের মাধ্যমে ‘এক্সপ্রেস ইয়োর সেবা ভাব’ প্রচারাভিযান চালু করতে চলেছে।
প্রযুক্তি মানুষকে কাছে এনেছে
কোটি-কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান। তাঁরা নমো অ্যাপের মাধ্যমে তাঁদের ভিডিয়ো বার্তা পাঠাতে পারেন, যার নাম দেওয়া হচ্ছে ‘ভিডিয়ো শুভকামনা’। এগুলি অ্যাপে দেখা যাবে। এটা কেউ চাইলে শেয়ার করতে পারেন সরাসরি নমো অ্যাপ থেকে ডাউনলোড করে। রিল-ফরম্যাট এই ভিডিয়ো লক্ষ-লক্ষ মানুষ দেখবে বলে আশাবাদী বিজেপি।
‘ভিডিয়ো শুভকামনা’-র সরাসরি লিঙ্ক হল, https://nm-4.com/VideoShubhkaamna
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ-লক্ষ মানুষ পরিবারের সদস্য মনে করেন বলে বিজেপির দাবি। তাই নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ফ্যামিলি ই কার্ড’ মারফত শুভেচ্ছা বার্তা পাঠানো যাবে।
ফ্যামিলি ই-কার্ডের সরাসরি লিঙ্ক- https://nm-4.com/FamilyEcard
প্রতি বছর প্রধানমন্ত্রী মোদীর জীবন নিয়ে একটি ভার্চুয়াল প্রদর্শনী হয় নমো অ্যাপে, যার নাম ‘ভার্চুয়াল প্রদর্শনী কর্নার’। প্রধানমন্ত্রী যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, যে উদ্ভাবনী ধারণাগুলির মাধ্যমে তিনি সেগুলিকে অতিক্রম করেন এবং কীভাবে তাঁর অগ্রগতি ঘটে- গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হন, সেটা তুলে ধরা হয়। উন্নত প্রযুক্তির মাধ্যমে জনগণ প্রধানমন্ত্রী মোদীর জীবনের সেই মুহূর্তগুলি বেছে দেখতে সক্ষম হবে। এই মুহূর্তগুলি দিয়ে ছোট ভিডিয়োও তৈরি করতে পারেন। এই ভিডিয়ো তাঁদের নিজস্ব PM গল্প তৈরি করতে সাহায্য করবে। তারপরে এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে নমো অ্যাপ ব্যবহার করে।
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে ‘গিফট অফ সেবা’ নামে একটি কর্মসূচি করছেন নমো অ্যাপের ব্যবহারকারী, বিজেপির কার্যকর্তারা। দেশবাসীর মধ্যে সেবা ভাব জাগ্রত করাই লক্ষ্য। এই ‘উপহার’ কেবল ভারতীয়দের মধ্যে গর্ব এবং কৃতিত্বের অনুভূতি জাগিয়ে তুলবে না; একজন নেতা, যিনি তাঁর সমস্ত কিছু জাতির সেবায় উৎসর্গ করেছেন, তাঁর জন্মদিন স্মরণ করার জন্য এর চেয়ে ভাল উপায় আর হতে পারে না বলে মনে করেন বিজেপির কার্যকর্তারা। তাই নমো অ্যাপে বিশেষ অঙ্গীকার নেওয়ার একটি অপশন রয়েছে। প্রতিটি অঙ্গীকার এবং প্রতিটি সেবা নমো অ্যাপে রেকর্ড করা হবে। নমো অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের সেবামূলক কাজের ছবিও আপলোড করতে পারবেন এই অ্যাপে। এটা অনেককেই অনুপ্রাণিত করবে।
দেশের প্রতি সেবার জন্য এই কাজগুলি করা যেতে পারে…
আত্মনির্ভর ভারত– নমো অ্যাপ ব্যবহারকারীরা ‘আত্মনির্ভর ভারত’ করার যে কোনও কাজের ছবি শেয়ার করতে পারেন।
রক্তদান: রক্ত দেওয়ার সময় একটি ভিডিয়ো শেয়ার করুন। রক্ত দিয়ে অনেককে অমূল্য জীবন দেওয়া সম্ভব। রক্তদাতা থেকে তাঁদের সহকর্মীদেরও অনুপ্রাণিত করা উচিত।
ক্যাচ দ্য রেইন: NaMo অ্যাপ ব্যবহারকারীরা বৃষ্টির জল সংরক্ষণের কোনও ভিডিয়ো আপলোড করতে পারেন, যা ‘বৃষ্টি ধরুন’ প্রচারাভিযান সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
লিডিং ডিজিটাল ভারত: NaMo অ্যাপ ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল/প্রযুক্তিগত উদ্ভাবন গ্রহণ করার বা অন্য কাউকে এটি গ্রহণে সহায়তা করার ভিডিয়ো পোস্ট করতে পারেন।
এক ভারত শ্রেষ্ঠ ভারত: NaMo অ্যাপ ব্যবহারকারীরা ভারতের প্রাণবন্ত বৈচিত্র্য এবং সুন্দর সংস্কৃতি প্রদর্শনের জন্য একতার কোনও ভিডিয়ো আপলোড করতে পারেন।
লাইফ: প্রো প্ল্যানেট পিপল: প্রধানমন্ত্রী মোদীর ‘পরিবেশের জন্য জীবনধারা’র মন্ত্র গ্রহণ করে বৃক্ষরোপণ ও পরিবেশ চর্চার কাজের ছবি NaMo অ্যাপে শেয়ার করতে পারেন।
স্বচ্ছ ভারত: NaMo অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের চারপাশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার ভিডিয়ো শেয়ার করতে পারেন।
টিবি মুক্ত ভারত: একজন টিবি রোগীকে দত্তক নেওয়া যেতে পারে। তার জন্য পুষ্টি, ওষুধ, সচেতনতা ইত্যাদির মতো প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার অঙ্গীকার নেওয়া যেতে পারে।
স্থানীয়দের জন্য ভোকাল: জনগণ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কিনতে পারেন এবং সেই স্থানীয় বা দেশীয় পণ্য কেনার মুহূর্তের ছবি বিক্রেতার সঙ্গে তুলে শেয়ার করতে পারেন।