Rs 500 Notes: এবার কি ৫০০ টাকার নোটে থাকবে রামের ছবি?

Lord Ram: তেলঙ্গানার গোশামহলের বিজেপি বিধায়ক রাজা সিং মহারাষ্ট্রের  সম্ভাজিপুরে এক জনসভায় বক্তব্য রাখার সময় এই আর্জি রাখলেন। বিজেপি বিধায়কের দাবি, আমেরিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে শুরু করে বেশ কিছু ইউরোপীয় দেশের নোটেও হিন্দু দেবতাদের ছবি রয়েছে। তাই এবার ভারতেও অনুরূপ কিছু করার জন্য আর্জি রাখলেন বিজেপি বিধায়ক।

Rs 500 Notes: এবার কি ৫০০ টাকার নোটে থাকবে রামের ছবি?
৫০০ টাকার নোটের ভাইরাল ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 7:31 PM

হায়দরাবাদ: রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই গোটা দেশে উৎসবের মেজাজ ছিল চোখে পড়ার মতো। আর অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর, সেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। দেশের প্রতিটি কোনায় উৎসাহ, উন্মাদনা। আর এসবের মধ্যেই দাবি উঠল, ৫০০ টাকার নোটে ভগবান রামের ছবি ব্যবহার করা হোক। তেলঙ্গানার গোশামহলের বিজেপি বিধায়ক রাজা সিং মহারাষ্ট্রের সম্ভাজিপুরে এক জনসভায় বক্তব্য রাখার সময় এই আর্জি রাখলেন। বিজেপি বিধায়কের দাবি, আমেরিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে শুরু করে বেশ কিছু ইউরোপীয় দেশের নোটেও হিন্দু দেবতাদের ছবি রয়েছে। তাই এবার ভারতেও অনুরূপ কিছু করার জন্য আর্জি রাখলেন বিজেপি বিধায়ক।

জনসভায় বক্তব্য রাখার সময় বেশ উৎসাহী হয়ে বিধায়ক বলেন, “পাঁচশো টাকার নোটে ভগবান রামের ছবি ব্যবহার করা হোক, ১০০ কোটি দেশবাসী এখন এটাই চাইছেন।” অন্যান্য বিভিন্ন দেশের উদাহরণও তুলে আনেন বিজেপি নেতা রাজা সিং। যেমন তাঁর কথায়, ইন্দোনেশিয়ার মতো দেশ, যেখানে ৮৭ শতাংশ মুসলিম নাগরিক, সেখানেও ২০০০০ রুপিয়ার নোটে হিন্দু দেবতা (গণেশের) ছবি রয়েছে। বললেন, ‘ভারতেও ৫০০ টাকার নোটে ভগবান রামের ছবি ব্যবহার করা উচিত।’

এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, ইন্দোনেশিয়ার ২০০০০ রুপিয়ার যে নোটের কথা বিধায়ক বলছেন, তা এখন আর সে দেশে নেই। ২০০৮ সাল থেকে ২০০০০ রুপিয়ার নোট বাতিল করে দিয়েছিল সে দেশের সরকার। পাশাপাশি সিয়াসতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা, থাইল্যান্ড বা ইউরোপীয় কোনও দেশের নোটে হিন্দু দেবতার ছবি থাকার যে দাবি বিজেপি বিধায়ক করেছেন, তা সত্য নয়।

উল্লেখ্য, সম্প্রতি ৫০০ টাকার একটি নকল নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল, নোটে ভগবান রামের ছবি রয়েছে। একটি ভুয়ো দাবিও ছড়িয়েছিল নেটদুনিয়ায়, যে ২২ জানুয়ারি থেকে নাকি সেই নোট চালু হবে। সোশ্যাল মিডিয়ায় সেই ভুয়ো দাবির প্রসঙ্গ টেনেই আজ এই কথা বলেন বিজেপি বিধায়ক।