BJP’s Dharna : রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির আঁচ দিল্লিতে, সোমবার সংসদ চত্বরে ধরনা কর্মসূচি বিজেপির

BJP's Dharna : রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চরম দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এবার তার আঁচ সংসদে। সোমবার সকালে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি বিজেপি সাংসদদের।

BJP's Dharna : রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির আঁচ দিল্লিতে, সোমবার সংসদ চত্বরে ধরনা কর্মসূচি বিজেপির
সুকান্ত মজুমদার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 9:36 PM

নয়া দিল্লি : আগামিকাল (সোমবার) সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি প্রদর্শন করবেন ভারতীয় জনতা পার্টির সাংসদরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। আগামিকাল সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে এই ধরনা প্রদর্শন করবেন তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে, সেই ধরনায় উপস্থিত থাকবেন লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার সহ অন্যান্য বিজেপি সাংসদরা। এই ধরনা প্রদর্শনের আগে সাংসদদের নিয়ে একটি বৈঠক করবেন সুকান্ত মজুমদার।

বিরোধীরা বিভিন্ন ইস্যু নিয়ে বাদল অধিবেশনে হই-হট্টগোল চালিয়ে গিয়েছে। এবার দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াতে সংসদে ধরনায় বিজেপি সাংসদরা। রাজ্যে শিক্ষায় দুর্নীতি প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গের শাসকদলের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। গতকাল হাজরা মোড়ে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ দেখায় বিজেপি। সেই প্রতিবাদে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই প্রতিবাদ বিক্ষোভের সময় গতকাল পুলিশের হাতে আটক হন তিনি। এবার তার প্রতিবাদেই সংসদে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘পার্লামেন্ট কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? যে ওনারা যখন তখন ধরনা দেবেন, আর বিরোধীরা তা করলেই দোষ?’

প্রসঙ্গত, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার নিয়ে সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই এই ঘটনা প্রকাশ্যে আসে। তারপর একের পর এক মোড় নিয়েছে এই দুর্নীতি কেলেঙ্কারি। এর প্রতিবাদে পথে নেমেছে বিজেপি, বামেরা। এবার সেই প্রতিবাদের আঁচ পৌঁছে যাবে সংসদে।