‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ’, ধর্ষণ-কাণ্ড নিয়ে সংসদের বাইরে সরব বিজেপি
BJP: আমতার ধর্ষণ-কাণ্ড নিয়ে সরব হয়েছে বিজেপি। নির্যাতিতার বাড়িতেও গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নয়া দিল্লি: নিজে একজন মহিলা হয়েও যদি মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে না পারেন, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাল বিজেপি। আজ নারী সুরক্ষা সহ একাধিক ইস্যুতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদেরা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এ দিন তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তাঁরা। সম্প্রতি, হাওড়ার আমতায় বিজেপি কর্মীর স্ত্রী’কে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার রেশ ধরেই নারী নিরাপত্তা নিয়ে আক্রমণ শানাচ্ছে বিজেপি।
এ দিন বিক্ষোভে অংশ নিয়েছিলেন অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী সহ বঙ্গ বিজেপির সাংসদেরা। ধর্ষণের ঘটনায় নিন্দা প্রকাশ করে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে ঘটে চলা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত বাংলায় অত্যাচারিত হচ্ছেন মহিলারা। নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে সেই অত্যাচার না বন্ধ করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।’
অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় খুন আর ধর্ষণ হচ্ছে। ভোটের ফল প্রকাশের পর থেকে অন্তত ৫০ জন মহিলার ওপর ধর্ষণ ও নানারকম অত্যাচার হয়েছে।’ দিলীপ ঘোষের দাবি, এই সব ঘটনায় পুলিশ অভিযোগ নিচ্ছে না। ওই মহিলারা তাই মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন ও আদালতের কাছে গিয়ে মুখ খুলেছেন বলে দাবি বিজেপি সাংসদের। তাঁর অভিযোগ, বিজেপি নেতাদের ওপর রাজ্য জুড়ে ২৫ হাজার মিথ্যা মামলা চালানো হয়েছে। ১৮৫ জন কর্মীকে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিল্লি আসছেন আর নিজের রাজ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয় ও জেপি নাড্ডার ওপর হামলার ঘটনার কথাও মনে করিয়ে দেন দিলীপ ঘোষ। আরও পড়ুন: বাংলা পেরিয়ে বিপ্লবের রাজ্যেও ‘খেলা হবে দিবস’ পালন করবে তৃণমূল