Sunita Kejriwal-Kalpana Soren: জেলে স্বামীরা, দেখা করলেন ২ মুখ্যমন্ত্রীর স্ত্রী, ভোটের মুখেই খেলা ঘোরানোর নয়া চাল?
Lok Sabha Election 2024: দুইজনের সাক্ষাতের ছবি ও ভিডিয়ো পোস্ট করে আম আদমি পার্টি এক্স হ্যান্ডেলে লেখে, "স্বৈরাচারী সরকারের হাতে অরবিন্দ কেজরীবালজি ও হেমন্ত সোরেনজির গ্রেফতারি সত্ত্বেও এরা (দুইজনের স্ত্রী) শক্ত পায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং রাজ্যের মানুষের সঙ্গে নিয়ে লড়ছেন।"

নয়া দিল্লি: জেলে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন প্রাক্তন, একজন বর্তমান। ফারাক শুধু এইটুকুই। চলতি বছরের গোড়াতেই জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতার হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এর মাস খানেক কাটতে না কাটতেই আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। শনিবার দুই মুখ্যমন্ত্রীর স্ত্রী দেখা করেন। তাঁরা জানান, স্বামীদের রক্ষা করতে একসঙ্গে লড়বেন।
হেমন্ত সোরেন জেলে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও, কেজরীবাল সেই কাজ করেননি। জেল থেকেই সরকার চালাচ্ছেন তিনি। তবে কতদিন তা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। এরইমধ্যে জল্পনা, কেজরীবালের পরিবর্তে দিল্লির মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারেন তাঁর স্ত্রী সুনীতা কেজরীবাল। এই জল্পনার মাঝে হঠাৎ শনিবার কেজরীবালের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন।
झारखंड के पूर्व CM Hemant Soren की धर्मपत्नी कल्पना सोरेन जी @KejriwalSunita जी से उनके आवास पर मिलीं‼️
जो तानाशाह सरकार द्वारा Arvind Kejriwal जी और Hemant Soren जी की गिरफ़्तारी के बावज़ूद अपने-अपने राज्यों की जनता के साथ मज़बूती से खड़ी हैं और लड़ाई लड़ रही हैं। pic.twitter.com/Kvmbz92SNX
— AAP (@AamAadmiParty) March 30, 2024
দুইজনের সাক্ষাতের ছবি ও ভিডিয়ো পোস্ট করে আম আদমি পার্টি এক্স হ্যান্ডেলে লেখে, “স্বৈরাচারী সরকারের হাতে অরবিন্দ কেজরীবালজি ও হেমন্ত সোরেনজির গ্রেফতারি সত্ত্বেও এরা (দুইজনের স্ত্রী) শক্ত পায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং রাজ্যের মানুষের সঙ্গে নিয়ে লড়ছেন।”
जो घटना झारखंड में 2 महीने पहले हुई, वही घटना दिल्ली में हुई है
मेरे पति हेमंत सोरेन जी को गिरफ़्तार करने के बाद Arvind kejriwal जी को गिरफ़्तार किया गया है
पूरा झारखंड @KejriwalSunita जी के साथ है। हमने एक दूसरे का दुख बाँटा है।
हमने फैसला किया है कि हम मिलकर इस लड़ाई को… pic.twitter.com/7gwFnmaBDu
— AAP (@AamAadmiParty) March 30, 2024
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্পনা সোরেন বলেন, “একই ঘটনা ঝাড়খণ্ডেও হয়েছিল। আমার স্বামীকে গ্রেফতারের পর এখন অরবিন্দ কেজরীবালজিকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঝাড়খণ্ড সুনীতা কেজরীবালজির পাশে রয়েছে। আমরা একে অপরের দুঃখ ভাগ করে নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে লড়াই করে সামনে এগিয়ে যাব।”





