Bus Accident: বৃষ্টিতে পিছল রাস্তা, তার মধ্যেই হু হু করে স্পিড তুলছিল, নিমেষেই শুধু হাহাকার, আহত ৪০ পড়ুয়া

Bus Accident: স্থানীয় বাসিন্দারাই প্রথমে আর্তচিৎকার শুনে ছুটে আসেন। বাসের ভিতর থেকে পড়ুয়াদের উদ্ধার করা শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশেও। পরে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয়  পিঞ্জর ও সেক্টর সিভিল হাসপাতালে।

Bus Accident: বৃষ্টিতে পিছল রাস্তা, তার মধ্যেই হু হু করে স্পিড তুলছিল, নিমেষেই শুধু হাহাকার, আহত ৪০ পড়ুয়া
আহত স্কুলপড়ুয়ারা।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Jul 08, 2024 | 10:44 AM

চণ্ডীগঢ়: ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যেই দ্রুতগতিতে ছুটছিল বাস। মোড় আসতেই হঠাৎ ব্রেক, আর তাতেই সবকিছু ওলট-পালট। চোখের পলকে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত কমপক্ষে ৪০ জন স্কুল পড়ুয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে ছোটেন স্থানীয় বাসিন্দা।

আজ, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হরিয়ানার পঞ্চকুলায়। একটি প্রাইভেট বাস উল্টে যায়। পিঞ্জরের নাউলটা গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসে কমপক্ষে ৭০ জন স্কুল পড়ুয়া উপস্থিত ছিল। বাস উল্টে যাওয়ায় কমপক্ষে ৪০ জন পড়ুয়া আহত হয়।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে আর্তচিৎকার শুনে ছুটে আসেন। বাসের ভিতর থেকে পড়ুয়াদের উদ্ধার করা শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশেও। পরে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয়  পিঞ্জর ও সেক্টর সিভিল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে আহত পড়ুয়াদের। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হরিয়ানা রোডওয়েজের ওই বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। বর্ষায় পিছল রাস্তায় অতিরিক্ত গতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। উল্টে যায় বাসটি। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।