Viral Video: প্লেনের ডানায় নৃত্যরত বিমানসেবিকার ‘গোপন ভিডিয়ো’ ফাঁস করলেন যাত্রী, দেখুন

cabin crew dancing on flight: ফাঁকতালে সেই 'গোপন ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন এক যাত্রী। ব্যাস, মুহূর্তে ভাইরাল হয়ে যায় প্লেনের ডানায় দাঁড়িয়ে নাচ।

Viral Video: প্লেনের ডানায় নৃত্যরত বিমানসেবিকার 'গোপন ভিডিয়ো' ফাঁস করলেন যাত্রী, দেখুন
বিমানের পাখায় নাচলেন বিমান সেবিকা Image Credit source: NDTV
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 12:23 AM

সুইডেন: ভিডিয়ো তৈরির নেশা সর্বনাশা! মাঝ রাস্তা নয়, জনবহুল স্টেশনেও নয়। সোজা প্লেনের ডানায় উঠে উদ্দাম নাচতে শুরু করেন এক বিমান সেবিকা। বোঝো কাণ্ড! দৃশ্য দেখে ব্যোমকে গিয়েছিলেন প্লেনে বসে থাকা যাত্রীরাই। ফাঁকতালে সেই ‘গোপন ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন এক যাত্রী। ব্যাস, মুহূর্তে ভাইরাল হয়ে যায় প্লেনের ডানায় দাঁড়িয়ে নাচ। আপাতত সংশ্লিষ্ট বিমানসংস্থাটি ওই বিমানসেবিকা এবং একজন পুরুষ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার কাজ করছে।

ঘটনাটি সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের। সম্প্রতি এয়ারপোর্ট টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বোয়িং ৭৭৭ প্লেনের উইং বা ডানায় নাচতে দেখা যায় একজন বিমানসেবিকাকে। একইসঙ্গে সেই ভাইরাল ভিডিয়োতে ছিলেন ওই বিমানের অন্যতম কর্মী কেবিন চিফ, এমনটাই অনুমান সংস্থাটির। তিনি ডানায় দাঁড়িয়ে নিজের মাসল দেখাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই ভিতরে থাকা এক যাত্রীর গোপনে তোলা সেই ভিডিয়ো নিয়ে যথেষ্ট চর্চা হয় সামাজিক মাধ্যমে। কটাক্ষর বন্যা বয়ে যায়।

পরবর্তীতে বিমান সংস্থাটির হাতেও এসে পৌঁছয় ফুটেজটি। তদন্তে জানা যায়, গতমাসে তোলা হয়েছিল ভিডিয়োটি। ম্যানেজমেন্টের কর্তাব্যক্তিরা কার্যত ক্ষোভে ফুঁসতে থাকেন ওই কর্মীদের বিরুদ্ধে। একটি প্রতিক্রিয়া জারি করে জানানো হয়, এই ধরনের আচরণ কোনওভাবেই সহ্য করা হবে না। স্পোকসম্যান মিচেল পেলজার বলেন, দেখতে মজাদার হলেও বিষয়টি যথেষ্ট ভয়ঙ্কর। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। বোয়িং এয়ারক্রাফটের ডানা থেকে নিচে পড়ে যাওয়া জীবনহানিকর হতে পারে।