Road Accident: হিচড়ে নিয়ে গেল ডাম্পার, দাউদাউ করে আগুন গাড়িতে, ভিতরেই পুড়ে মৃত্যু শিশু সহ ৮ জনের

Burned to Death: ধাক্কা মারার পরও গাড়িটিকে কিছুটা টেনে নিয়ে যায় ট্রাকটি। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সবকটি দরজার লকই বিকল হয়ে যাওয়ায় দরজা খোলেনি। ফলে গাড়ির ভিতরেই আটকে পড়েন এক শিশু সহ আটজন যাত্রী। গাড়ির ভিতরেই পুড়ে সকলের মৃত্যু হয়। আগুন ধরে যায় ট্রাকটিতেও।

Road Accident: হিচড়ে নিয়ে গেল ডাম্পার, দাউদাউ করে আগুন গাড়িতে, ভিতরেই পুড়ে মৃত্যু শিশু সহ ৮ জনের
দাউদাউ করে জ্বলছে ট্রাক ও গাড়ি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 10:10 AM

লখনউ: মধ্য রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। হাইওয়ের উপরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ গাড়ির। সংঘর্ষের অভিঘাতে আটকে যায় গাড়ির দরজা, ভিতরেই আটকে পড়েন যাত্রীরা। কাচ নামিয়ে বেরতে যাবেন, তার আগেই আগুন ধরে যায় গাড়ি। অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হল শিশু সহ আট জনের। হাইওয়ে দিয়ে যাওয়া অন্যান্য় গাড়ির যাত্রীদের কানে যখন আর্তনাদ পৌঁছয়, ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা গাড়িটিই। সাহায্য করার কোনও উপায়ই ছিল না।

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরৈলিতে। নৈনিতাল হাইওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মধ্যরাতে উত্তর প্রদেশ থেকে আসা গাড়িটির আচমকাই টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের উল্টোদিকের লেনে ঢুকে যায় গাড়িটি। সেই সময়ই ওই লেন দিয়ে হরিদ্বার থেকে বালি বোঝাই একটি ডাম্পার আসছিল। ট্রাকটির গতি বেশি থাকায় ব্রেক কষা সম্ভব হয়নি। সজোরে সংঘর্ষ হয় গাড়িটির সঙ্গে।

ধাক্কা মারার পরও গাড়িটিকে কিছুটা টেনে নিয়ে যায় ট্রাকটি। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সবকটি দরজার লকই বিকল হয়ে যাওয়ায় দরজা খোলেনি। ফলে গাড়ির ভিতরেই আটকে পড়েন এক শিশু সহ আটজন যাত্রী। গাড়ির ভিতরেই পুড়ে সকলের মৃত্যু হয়। আগুন ধরে যায় ট্রাকটিতেও।

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন একই পরিবারের আট সদস্য। সকলেরই মৃত্যু হয়। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাইওয়ের ধারে দাউদাউ করে জ্বলছে গাড়িটি। সামনেই দাঁড়ানো ট্রাকটিও। ট্রাকের চালকের এখনও খোঁজ মেলেনি।