Road Accident: বাস-গাড়ির মুখোমুখি ধাক্কা, মৃত একই পরিবারের ৪ জন
Maharashtra: পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়ি ও বাস ভিটা-নিউরি রাস্তা দিয়ে যাচ্ছিল। শিবাজিনগরের কাছে বাস এসে সরাসরি ধাক্কা মারে গাড়িটিকে। এর জেরেই একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। তবে গাড়িতে থাকা এক জন প্রাণে বেঁচেছেন।
মুম্বই: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘঠল মহারাষ্ট্রে। একটি চারচাকা গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটেছে প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় ঘটেছে এই ঘটনা। বাস ও গাড়ির মুখোমুখি দু্র্ঘটনার জেরে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত চার জনই একই পরিবারের বলে জানা গিয়েছে। সাঙ্গলির ভিটা-নিউরি রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বাসের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। চারচাকা গাড়িতে মোট পাঁচ জন ছিলেন। কিন্তু এয়ারব্যাগের সৌজন্যে প্রাণে বেঁচেছেন এক জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়ি ও বাস ভিটা-নিউরি রাস্তা দিয়ে যাচ্ছিল। শিবাজিনগরের কাছে বাস এসে সরাসরি ধাক্কা মারে গাড়িটিকে। এর জেরেই একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। তবে গাড়িতে থাকা এক জন প্রাণে বেঁচেছেন। মৃতেরা তাসগাঁও তালুকের গাভান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই গাড়িটি সাতারা থেকে ভিটা যাচ্ছিল। অন্য বেসরকারি সংস্থার বাসটি সাতারার দিকে যাচ্ছিল।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভিটা থানার পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।