Fire at Kashmir Hotel: পর্যটকে ঠাসা কাশ্মীরের হোটেলে অগ্নিকাণ্ড মৃত্যু ২ জনের, জখম আরও ৫

সানাসার এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Fire at Kashmir Hotel: পর্যটকে ঠাসা কাশ্মীরের হোটেলে অগ্নিকাণ্ড মৃত্যু ২ জনের, জখম আরও ৫
কাশ্মীরের হোটেলে অগ্নিকাণ্ড।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 5:18 PM

রামবান: সিমলা (Simla) থেকে কাশ্মীরে (Kashmir) পর্যটনের ভরা মরশুম চলছে। এর মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভূ-স্বর্গে। একেবারে একটি হোটেলে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রামবান (Ramban) জেলায়। এই অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং (Jitendra Singh)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রামবান জেলার সানাসার এলাকা পর্যটকে ভরপুর। এদিন সকালে এই এলাকারই একটি হোটেলে হঠাৎ করে বিধ্বংসী আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে। ঘটনাটি নজরে আসা মাত্রই হোটেলকর্মী থেকে স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীতে। তারপর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভায়।

তবে এই অগ্নিকাণ্ডের জেরে হোটেলের মধ্যে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিভিয়ে হোটেলে আটকে পড়া থেকে ৭ জনকে উদ্ধার করা হয়। তবে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৫ জন গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

হোটেলটিতে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই অগ্নিকাণ্ডের তদন্তে একটি কমিটিও গঠন করেছে রামবান জেলা প্রশাসন। রামবানের অতিরিক্ত জেলা কমিশনারের নেতত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১১ মে-র মধ্যে তদন্ত করে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

অন্যদিকে, সানাসার এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসকার সমস্ত রকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এব্যাপারে ডেপুটি কমিশনার মুসারাত ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।