Manipur Violence: মণিপুরে অশান্তির খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার অনুরোধ মুখ্যমন্ত্রীর
Amit Shah Spoke to CM of Manipur: জ্বলছে মণিপুর। ৮ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেশ কিছু এলাকায় আগামী ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মুখ্য়মন্ত্রীর সঙ্গে এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
ইম্ফল: অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। বুধবার উত্তর পূর্বের এই রাজ্যের চুরাচন্দপুর জেলায় আদিবাসী সম্প্রদায়ের মিছিল ঘিরেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা শুরু হয়। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের তফসিলি জনজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করেই মিছিল করে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর (ATSUM)। এই মিছিল থেকেই আদিবাসী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় অশান্তি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলিও চালায় পুলিশ। ছোড়ে কাঁদানে গ্যাসও। কার্যত মণিপুরের বিক্ষিপ্ত জায়গা জ্বলছে বিক্ষোভের আগুন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতির খোঁজ নিয়েছেন অমিত শাহ। উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতির দিকে নজর রয়েছে কেন্দ্রেরও। রাজ্যে পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রের তরফে ব়্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করা হয়েছে। এদিকে বিস্তির্ণ এলাকা জুড়ে সেনা,আধা সেনা ও অসম রাইফেলস-র বাহিনীও মোতায়েন করা হয়েছে। এদিকে অশান্তি রুখতে মণিপুরের ৮ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সেনা ও আধা সেনাদের আশ্রয় শিবিরে গ্রামবাসীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।
অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বৃহস্পতিবার জানিয়েছেন, দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজ্যের সরকারকে সাহায্যের জন্য জনগণের কাছে অনুরোধ করেছেন। তিনি এক ভিডিয়ো বিবৃতিতে বলেন, “আমরা সকলের জীবন ও সম্পত্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী অভিযোগও জনগণ এবং তাঁদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে যথাসময়ে যথাযথভাবে সমাধান করা হবে।” এদিকে পরিস্থিতি সামাল দিতে সেনা বাহিনী বিভিন্ন জায়গায় ফ্ল্য়াগ মার্চ করছে। আর গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে কেন্দ্র।