CBI Official Search Sisodia’s Bank Locker : ‘লকারে মাত্র ৭০ হাজারের গয়না’, সিবিআই অভিযানের পর ফের মোদীকে খোঁচা মণীশের
CBI Official Search Sisodia's Bank Locker : উত্তর প্রদেশের গাজিয়াবাদে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মণীশ সিসোদিয়ার লকারে তল্লাশি চালায় সিবিআই। সেখানে কিছু মেলেনি বলে জানিয়েছেন আপ নেতা সিসোদিয়া।
লখনউ : দিল্লির নয়া আবগারি নীতির তদন্তের সূত্র ধরে উত্তর প্রদেশে পৌঁছে গিয়েছে সিবিআই। মঙ্গলবার উত্তর প্রদেশে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার লকারের তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থা। গতকালই টুইট করে সিবিআই-র এই নয়া অভিযানের কথা জানিয়েছিলেন সিসোদিয়া। এর আগে সিসোদিয়ার দিল্লির বাসভবনে ১৪ ঘণ্টা ধরে অভিযান চালায় সিবিআই। সেইবারের মতোই এদিনও অভিযান চালিয়ে কিছু পায়নি সিবিআই। লকারে রয়েছে সিসোদিয়ার স্ত্রী ও সন্তানের গয়না। এদিনের অভিযান শেষে তাই ফের প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন আপ নেতা।
মঙ্গলবার গাজিয়াবাদের পঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্কে সিসোদিয়ার সিন্দুকে তল্লাশি চালায় সিবিআই। সংবাদ সংস্থা এএনআই-র তরফে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, নিজের স্ত্রী-র সঙ্গে ব্য়াঙ্কে গিয়েছেন মণীশ সিসোদিয়া। ব্যাঙ্কের লকারে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি শেষে সিসোদিয়া বলেছেন, ‘আমার ব্য়াঙ্ক লকারে কিছু পাওয়া যায়নি। যেরকম আমার বাড়িতেও অভিযান চালিয়ে কিছু পায়নি সিবিআই। আমি খুশি যে আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই আধিকারিকরা আমাদের সঙ্গে ভাল ব্য়বহার করেছেন। আমরাও তাঁদের সহযোগিতা করেছি। সত্যের জয় হয়েছে।’ তিনি সিবিআই-র অভিযানের পর প্রধানমন্ত্রীকে নিশানা করেন। সিবিআই-র ভাল ব্য়বহারের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘তাঁরা জানতেন কিছু পাওয়া যাবে না। কিন্তু কয়েক মাসের জন্য আমাকে জেলে রাখার উদ্দেশ্য কিছু খুঁজে বের করার জন্য তাঁদের উপর প্রধানমন্ত্রীর থেকে চাপ ছিল।’ তিনি বলেছেন, ‘লকারে ৭০ হাজার টাকার গয়না রয়েছে। সেগুলি আমার স্ত্রী ও সন্তানের। আমি খুশি যে, প্রধান মন্ত্রী আমার বাড়ি ও লকারে তল্লাশির নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে হওয়া অভিযানে আমার ও আমার পরিবার বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।’
প্রসঙ্গত, এর আগে দিল্লিতে সিসোদিয়ার বাসভবনেও ১৪ ঘণ্টা ধরে অভিযান চালায় সিবিআই। তবে সেই অভিযানে সিসোদিয়ার বিরুদ্ধে সেরকম কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছিল। এদিকে গতকালই সিসোদিয়া জানিয়ে দিয়েছিলেন, তাঁর লকারে কিছু পাওয়া যাবে না। তিনি হিন্দিতে একটি টুইটে লেখেন, ‘আগামীকাল সিবিআই আমাদের ব্য়াঙ্ক লকারে অভিযান চালাবে। ১৯ অগস্ট আমার দিল্লির বাড়িতে ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি। লকারেও কিছু পাওয়া যাবে না। সিবিআই-কে স্বাগতম। আমি এবং আমার পরিবার এই তদন্তে সম্পূর্ণ সাহায্য করব।’ সম্প্রতি এই দিল্লির নয়া আবগারি নীতি নিয়েই আপ-কেন্দ্রের মধ্যে রাজনৈতিক তরজা বিরাজ রয়েছে রাজধানীর অলিন্দে।