Manipur video: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু সিবিআইয়ের

CBI: ঘটনার তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে সিট গঠন করেছে সিবিআই। শীঘ্রই সিবিআইয়ের একটি দল ঘটনার তদন্তে মণিপুরে যাবে। ওই দলে ফরেন্সিক অফিসার ছাড়াও কয়েকজন মহিলা আধিকারিকও থাকবেন বলে সূত্রের খবর।

Manipur video: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু সিবিআইয়ের
মণিপুরের ভাইরাল ভিডিয়োর তদন্ত শুরু করল সিবিআই।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 2:09 PM

নয়া দিল্লি: মণিপুরে (Manipur) দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্তভার CBI-কে দেওয়ার কথা দিন দুয়েক আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ, শনিবার FIR দায়ের করে ঘটনার তদন্ত শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার তদন্তের স্বার্থে সিবিআইয়ের প্রতিনিধি দল মণিপুরে যাবে বলে সূত্রে খবর।

জানা গিয়েছে, মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হবে বলে বৃহস্পতিবার রাতেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর শুক্রবার ন্যক্কারজনক ওই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। এবার শনিবার সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হল। ইতিমধ্যে ঘটনার তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে সিট (SIT) গঠন করেছে সিবিআই। শীঘ্রই সিবিআইয়ের একটি দল ঘটনার তদন্তে মণিপুরে যাবে। ওই দলে ফরেন্সিক অফিসার ছাড়াও কয়েকজন মহিলা আধিকারিকও থাকবেন বলে সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন।

এদিকে, ন্যক্কারজনক ওই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। ভিডিয়োটি যে শ্যুট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে এবং যে মোবাইল থেকে ভিডিয়োটি শ্যুট করা হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার গোটা ঘটনা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা।

প্রসঙ্গত, গত ৩ মে থেকে কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মণিপুর। অশান্তি শুরুর পরদিনই, গত ৪ মে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়। সম্প্রতি সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা নিয়ে নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুর। যদিও দোষীরা কেউ ছাড় পাবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। উদ্বেগ প্রকাশ করে ঘটনাটিকে লজ্জাজনক ও গ্রহণীয় নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়। দোষীরা কঠোরতম শাস্তি পাবে বলে আশ্বাস দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। তারপর দু-দিনের মধ্যে গ্রেফতার হয় ৬ অভিযুক্ত। তবে এই ঘটনার রেশ পড়েছে সংসদেও। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। অবশেষে ঘটনার তদন্তে বড় পদক্ষেপ করল স্বরাষ্ট্র মন্ত্রক।