Sonia Gandhi on Rahul: ‘আপনারাই রাহুলের জন্য পাত্রী খুঁজে দিন…’, এক মহিলাকে বললেন মা সনিয়া
Sonia Gandhi on Rahul: দিল্লিতে গান্ধী পরিবারের সঙ্গে দেখা করেছেন হরিয়ানার কৃষক পরিবারের কয়েকজন মহিলা। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্পগুজব করেছেন সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা।
নয়া দিল্লি: রাহুল গান্ধীর বিয়ে নিয়ে নানা সময় নানা জল্পনা হলেও, এখনও তিনি ‘সিঙ্গল’। এবার ছেলের জন্য পাত্রী খোঁজার কথা বললেন মা সনিয়া গান্ধী। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হরিয়ানার এক মহিলাকে এমন কথাই বলছেন কংগ্রেস নেত্রী। সম্প্রতি দিল্লিতে গান্ধী পরিবারের সঙ্গে দেখা করেছেন হরিয়ানার কৃষক পরিবারের কয়েকজন মহিলা। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্পগুজব করেছেন সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, এক মহিলা সনিয়াকে ছেলের বিয়ের কথা জিজ্ঞেস করছেন। তার উত্তরে সনিয়া বলছেন, ‘আপনারাই পাত্রী খুঁজে দিন না।’
‘ভারত জড়ো’ যাত্রার সময় হরিয়ানায় গিয়ে রাহুল গান্ধী মহিলাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে তিনি তাঁদের নিজের বাড়িতে নিয়ে যাবেন। সেই কথাই রেখেছেন তিনি। হরিয়ানার সোনিপাতের কৃষক পরিবারের কয়েকজন মহিলা দিল্লি এসেছিলেন সম্প্রতি। রাহুল গান্ধীর বাড়িতেও যান তাঁরা। সেই বিশেষ অতিথিদের কীভাবে আপ্যায়ন করা হল, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ রাহুল। তিনি জানিয়েছেন, লস্যি, আচার উপহার হিসেবে নিয়ে এসেছিলেন ওই মহিলারা। মা সনিয়া ও বোন প্রিয়াঙ্কাও অতিথিদের সঙ্গে ভাল সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন রাহুল।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাশে বসিয়ে ওই মহিলাদের সঙ্গে কথা বলছেন সনিয়া, প্রিয়াঙ্কারা। কেউ নাচ করছেন, কেউ গাইছেন। এরই মধ্যে রাহুলের বিয়ের প্রসঙ্গও উঠেছিল। সেই কথোপকথনও শোনা যাচ্ছে ভিডিয়োতে।
২০২২-এর ৭ সেপ্টেম্বর থেকে ২০২৩-এর ৩০ জানুয়ারি পর্যন্ত ভারত জড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। ১২টি রাজ্যে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বিজেপির বিরুদ্ধে সমর্থন বাড়াতে তিনি অতিক্রম করেন প্রায় ৩৫০০ কিলোমিটার পথ।
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे – देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023