PM Narendra Modi: ‘ইমাম হোসেনের আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকে যাবে’, মহরমে টুইট মোদীর

PM Narendra Modi: এদিন গোটা বিশ্বজুড়ে মুসলমানরা, বিশেষত শিয়ারা কারবালার যুদ্ধে নিহত হযরত আলীর পুত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে থাকেন। পালন করা হয় মহরম।

PM Narendra Modi: ‘ইমাম হোসেনের আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকে যাবে’, মহরমে টুইট মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 12:39 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi:) মুখে শোনা গেল নবী মহম্মদের দৌহিত্র হযরত ইমাম হোসেনের আত্মত্যাগের কথা। মহরমের দিন তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে করলেন টুইট। সেখানেই তিনি লিখলেন, ‘ন্যায়বিচার, মানবাধিকার ও সমাজে মানুষের মর্যাদা রক্ষায় প্রতি তাঁর দর্শন, আদর্শ, তাঁর দেওয়া প্রতিশ্রুতি, আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থেকে যাবে।’

এদিন গোটা  বিশ্বজুড়ে মুসলমানরা, বিশেষত শিয়ারা কারবালার যুদ্ধে নিহত হযরত আলীর পুত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে থাকেন। পালন করা হয় মহরম। দিকে দিকে তাজিয়া নিয়ে চলে শোভা যাত্রা। আরব থেকে ইরান, ভারত, বাংলাদেশ থেকে পাকিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সর্বত্রই দেখা যায় একই ছবি। শিয়া সম্প্রদায়ের অনেকেই শোকের প্রতীক হিসাবে কালো পোশাক পরেন। বুকে হাত চাপড়ে শোকের ধ্বনি তোলেন। বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে এই কারবালা। মক্কা-মদিনার পর এই কারবালাকেই মুসলিমরা তাঁদের সবচেয়ে পবিত্র ধর্মস্থান হিসাবে মনে করেন। 

মহরম আসলে মুসলিমদের কাছে অধর্মের উপরে ধর্মের জয়ের প্রতীক। এই কারবালাতেই ৬৮০ খ্রিস্টাব্দে ইয়াজিদ নামের এক নিষ্ঠুর রাজার সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছিলেন ইমাম হোসেন। মানবতাকে বাঁচাতে, অরাজকতাকে ধ্বংস করতে, অন্য়ায়-অবিচারকে শেষ করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়ে গিয়েছিলেন ইমাম হোসেন। তাঁর সেই আত্মবলিদানকে স্মরণ করে রাখতে বিশ্বজুড়ে মহরম পালন করে থাকেন মুসলিমরা। আজও ইমাম হোসেন ও তাঁর পরিবার, সঙ্গীদের সেই শোকাতুর দিনগুলির ভাগ করে নেন নিজেদের মধ্যে। সকলেই হয়ে ওঠেন একই শোকের শরিক।