Tamil Nadu BJP: গ্রেফতার তামিলনাড়ুর বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বদ্রী শেশাদ্রী, ক্ষোভে ফেটে পড়েলেন আন্নামালাই

Tamil Nadu BJP: প্রসঙ্গত, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে মণিপুরের হিংসা নিয়ে বেশ কিছু মতামত প্রকাশ করেছিলেন তিনি। সেই সাক্ষাৎকারেই ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে তাঁর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগ ওঠে।

Tamil Nadu BJP: গ্রেফতার তামিলনাড়ুর বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বদ্রী শেশাদ্রী, ক্ষোভে ফেটে পড়েলেন আন্নামালাই
আক্রমণে আন্নামালাই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 2:11 PM

চেন্নাই: তামিলনাড়ুর (Tamil Nadu) বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক তথা প্রকাশক বদ্রী শেশাদ্রীর গ্রেফতারিতে উত্তাল সে রাজ্যের রাজ্য-রাজনীতি। ২৯ জুলাই সকালে তামিলনাড়ু পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বদ্রীর গ্রেফতারির পরেই ক্ষোভে ফেটে পড়লেন তামিলনাড়ুর বিজেপি (BJP) প্রধান কে আন্নামালাই। তীব্র নিন্দা করেছেন ডিএমকে সরকারের। 

প্রসঙ্গত, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে মণিপুরের হিংসা নিয়ে বেশ কিছু মতামত প্রকাশ করেছিলেন তিনি। সেই সাক্ষাৎকারেই তাঁর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগ ওঠে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে। যা নিয়ে বিস্তর চাপানউতর চলছিলই দক্ষিণে। এরইমধ্যে পেরাম্বলুরর আইনজীবী কাভিয়ারসুর তাঁর বদ্রীর বিরুদ্ধে এফআইআর করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে এদিন গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ৫০৫ (১) (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। 

সূত্রের খবর, ওই সাক্ষাৎকারে বদ্রী দাবি করেছিলেন মণিপুরে সমস্যার সূত্রপাত হয়েছিল মণিপুর হাইকোর্টের একটি সিদ্ধান্তের হাত ধরে। মেইতি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদার দেওয়ার ওই সিদ্ধান্তের কারণে ক্ষোভের তৈরি হয়েছিল ক্ষোভের বাতাবরণ। এই সময়ই ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থানেরও তীব্র সমালোচনা করেছিলেন তিনি। যা নিয়ে এত বিতর্ক। যদিও পেরাম্বলুরর আইনজীবী কাভিয়ারসুর অভিযোগ, বদ্রী CJI-এর অবস্থানকে ছোট করার চেষ্টা করছিলেন। তিনি সুপ্রিম কোর্ট এবং দেশের বিচার ব্যবস্থার সম্মান নষ্ট করেছেন। এই অভিযোগকে সামনে রেখেই পুলিশের দ্বারস্থ হন তিনি। যদিও তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাইয়ের দাবি, সাধারণ মানুষের কথা শুনছে না ডিএমকে সরকার। মানুষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করছে না। এরপরই পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এদিন টুইটারে তিনি লেখেন, “এ রাজ্যের পুলিশের কাজ কী শুধু দুর্নীতিগ্রস্ত ডিএমকে সরকারের প্রতিশোধমূল রাজনীতির হাত শক্ত করা?”